সম্প্রতি মধ্যপ্রদেশ, রাজস্থানে কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর ঘটনা সামনে এসছে। গত শুক্রবার ফের রাজস্থানে কাফ সিরাপ খেয়ে ২ শিশুর মৃ্ত্যু হয়েছে। তারপরেই কেসন্স ফার্মা সংস্থার বিরুদ্ধে প্রতিবাদ দেখাতে শুরু করে আপ বিধায়করা। জয়পুরে (Jaipur) সংস্থার কারখানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন আম আদমি পার্টির কর্মী সমর্থকেরা। হাতে তালা, চাবি নিয়ে এসে কারখানা মূল গেটে ঝোলাতে যায়। যদিও ঘটনাস্থলে পুলিশ এসে তাঁদের আটকে দেয়। তবে পুলিশের সামনেই বেশকিছুক্ষণ চলে বিক্ষোভ কর্মসূচি।
ওষুধ বিতরণে জারি নিষেধাজ্ঞা
যদিও পুলিশের তরফ থেকে জানানো হয়, প্রতিবাদীরা আগাম কোনও অনুমতি নেয়নি। তাই তাঁদের বিক্ষোভ তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে অবশ্য আপ কর্মীরা তা তুলে নেয়। এদিকে কংগ্রেস নেতৃত্বও এই ঘটনার প্রতিবাদে কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন। মূলত কেসন্স ফার্মার ওষুধ খেয়েই অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। সেই কারণে এই সংস্থার ওষুধের গুণগত মান নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে সংস্থার ১৯টি ওষুধ বিতরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
মধ্যপ্রদেশে ৯ শিশুর মৃত্যু
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, এই কাফ সিরাফ খেয়ে মধ্যপ্রদেশের ৯ শিশুর মৃত্যু হয়েছে। রাজস্থানে অসুস্থ ৪ জন শিশুর মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের।