নয়াদিল্লিঃ বিগত কয়েকমাস ধরে একের পর এক ধর্ষণের ঘটনায় উত্তাল ওড়িশা(Odisha)। দিন কয়েক আগেই গোপালপুর সমুদ্রসৈকতে ধর্ষিতা হন এক তরুণী। এবার ফের পুরী জেলায় গণধর্ষণের শিকার এক কলেজ ছাত্রী। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার মূল অভিযুক্ত-সহ ২। জানা গিয়েছে, গত শনিবার ঘটনাটি ঘটেছে পুরী জেলায়। এদিন প্রেমিকের সঙ্গে লিহারচণ্ডী মন্দিরের কাছে বসে ছিলেন ওই তরুণী। অভিযোগ, সেখানে এসে কয়েকজন যুবক তাঁদের ছবি তুলতে শুরু করে। সেই ছবি মুছে ফেলার অনুরোধ জানায় ওই যুগল। কিন্তু তার বিনিময়ে আঁকা চায় যুবকের দল। এই নিয়ে দু'পক্ষের মধ্যে বচসা শুরু হলে তরুণীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। প্রেমিককে গাছে বেঁধে রেখে তাঁর সামনেই চলে অত্যাচার। এরপরই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে তিনজন কে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্যদিকে নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, ওড়িশায়একের পর এক এই ধরনের ঘটনা নিয়ে উঠছে প্রশ্ন।গত বুধবার ভুবনেশ্বরের একটি লজেএক মহিলাকে গণধর্ষণ করে তিনজন ব্যক্তি । নির্যাতিতা একজন গায়িকা। তাঁকে গায়িকাকে বড় গানের প্রোজেক্ট দেওয়ার আশ্বাস দেওয়ার আন্মে লজে ডেকে ধর্ষণ কয়া হয়।
প্রেমিককে গাছে বেঁধে তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার ৩
🚨
Teen Girl Gang-Raped In Front Of Boyfriend At Puri Beach, 3 Arrested
#Latest #News #Bharat #India #BreakingNews #TrendingNews #BigBreaking #breaking #latestupdates #updates #world #trending #NewsUpdates #Newsfeed #TrendingNow #viralnews https://t.co/BGVISfuZDx
— Instant News ™ (@InstaBharat) September 16, 2025