নতুন দিল্লি, ৩১ আগস্ট: দিন যত এগোচ্ছে ততই NEET 2020 এবং JEE (Main) 2020-র পরীক্ষা স্থগিতের জন্য আবেদনের তালিকা দীর্ঘ হচ্ছে। এবং এই তালিকায় নতুন আবেদনকারী বছর ১৭-র এক JEE (Main) পরীক্ষার্থী। তিনি সোজা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের কাছেই করোনা আবহে পরীক্ষা স্থগিতের আবেদন করেছেন। দেশে এই মুহূর্তে করোনাভাইরাসের বন্যা চলছে। প্রতিদিন নতুন রোগীর সংখ্যা প্রায় ৮০ হাজার ছুঁই ছুঁই। এই পরিস্থিতিতে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা যাতে স্থগিত রাখা হয়, সেই সম্পর্কেই প্রধান বিচারপতিকে চিঠিতে আবেদন জানিয়েছেন ওই পড়ুয়া। এমনিতেই আগামী ১-৩ সেপ্টেম্বরের মধ্যে দেশে চলতি বছরের জয়েন্টের প্রবেশিকা পরীক্ষা হবে। এমনটাই পূর্বনির্ধারিত। আরও পড়ুন-Dr Sivaramakrishna Iyer Padmavati: করোনা কাড়ল প্রাণ, প্রয়াত ভারতীয় কার্ডিওলজির গডমাদার ডাক্তার শিবরামাকৃষ্ণা আইয়ার পদ্মাবতী
এএনআই-এর টুইট
Delhi: A 17-year old JEE aspirant today submitted a letter to Chief Justice of India Sharad Arvind Bobde, praying for directions to postpone NEET and JEE exams in view of COVID-19 & floods in the country.
— ANI (@ANI) August 30, 2020
একইভাবে আগামী ১৩ সেপ্টেম্বর হবে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। বর্তমানে মহামারী কোভিডের কারণে দেশের স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা চলছে। এই পরিস্থিতিতে পড়ুয়ারা চাইছেন, প্রবেশিকা পরীক্ষাগুলি স্থগিত করা হোক। এই প্রসঙ্গে ছাত্রদের দাবি না মানায় কেন্দ্রের বিরুদ্ধে একযোগে তোপ দেগেছে বিরোধীরা। অনেক পড়ুয়াই কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। এদিকে NEET 2020 এবং JEE (Main) 2020-র পরীক্ষা স্থগিতের সেই সব আবেদনকে খারিজ করে দিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকেই বহাল রেখেছে দেশের শীর্ষ আদালত। এই বিষয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্রের ডিভিশন বেঞ্চ জানায়, পরীক্ষা স্থগিত রাখা হলে পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারে।