পাটনা, ২ জুলাই: এক মহিলার পেট থেকে বের হল প্রায় ১৫ কেজি ওজনের টিউমার (15 Kg Tumour)। এটি ডিম্বাশয়ের টিউমার (Ovarian Tumour)। পাটনার একটি সরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে মহিলার পেট থেকে টিউমারটি বের করা হয়। নালন্দা মেডিকেল কলেজ ও হাসপাতালের (Nalanda Medical College and Hospital) স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের অধ্যাপক উষা কুমারী জানিয়েছেন, বছর চল্লিশের ওই রোগীকে এই সপ্তাহের শুরুতে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর নাম রূপা দেবী। তিনি পেটে ব্যথা এবং ফুলে যাওয়ার অভিযোগ করেছিলেন।
আলমগঞ্জ এলাকার বাসিন্দা ওই মহিলাকে মঙ্গলবার হাসপাতালে নিয়ে আসা হয়। উষা বলেন, “পরীক্ষার রিপোর্ট দেখে আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। আমাদের হাসপাতালে এর আগে এত বড় টিউমার অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়নি। এই টিউমারটিই ছিল সবচেয়ে বড়।” আরও পড়ুন: Smoke Inside Spicejet Flight: জবলপুরগামী স্পাইসজেটের বিমানে ধোঁয়া! দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ
শুক্রবার অস্ত্রোপচারের পর রোগী শঙ্কামুক্ত আছেন বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে। কয়েকদিন পর্যবেক্ষণে রাখার পর তাঁকে ছেড়ে দেওয়া হবে।