Mahakumbh 2025 Holy Water (Photo Credits: X)

নয়াদিল্লিঃ এবার নয়া রেকর্ড তৈরির লক্ষ্যে যোগী (Yogi Adityanath)সরকার। সৌজন্যে 'স্বচ্ছ কুম্ভ।' আগামী ২৭ ফেব্রুয়ারি, ১৫ হাজার সাফাইকর্মী দিয়ে মহাকুম্ভ পরিচ্ছন্নতা অভিযানে নামতে চলেছে যোগী প্রশাসন। যা সম্পন্ন হলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার লক্ষ্যে একধাপ এগোবে উত্তরপ্রদেশ। এই ব্যাপারে একটি বিবৃতি দিয়ে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ১৫ হাজারের বেশি কর্মী কুম্ভ সাফাই অভিযানে অংশ নিতে চলেছেন। আগামী ২৭ ফেব্রুয়ারি দুপুরবেলা শুরু হবে এই অভিযান। চারটি জোনে ভাগ করা হয়েছে প্রয়াগরাজের মেলা প্রাঙ্গন।

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে চলেছে যোগী সরকার

ওই সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে, মহাকুম্ভ পরিচ্ছন্নতার দিক থেকে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এই বিশাল ধর্মীয় সমাবেশে স্বাস্থ্যবিধি বজায় রাখা এবং স্বচ্ছতা বজায় রাখতে সচেষ্ট হয়েছে। যা মহাকুম্ভকে 'স্বচ্ছ কুম্ভ'-এর তকমা এনে দিয়েছে। প্রসঙ্গত, এ বার নতুন নয়, প্রতিবারই কুম্ভের পর নদী পরিষ্কার করা হয়। কিন্তু সেক্ষেত্রে ৩০০ জনের বেশি সাফাইকর্মীকে কাজে লাগানো হয়নি। এবার বড় পরিসারে পরিচ্ছন্নতা অভিযানের পরিকল্পনা যোগীর মাথায়। শুধু বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যেই নয়, পরিবেশ রক্ষা এবং পরিচ্ছনন্নতার বার্তা ছড়িয়ে দেওয়ার ব্রত নিয়েছে যোগী সরকার।

১৫ হাজার কর্মী দিয়ে সাফাই অভিযান, বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে যোগী সরকার