14 Naxals Killed in Chhattisgarh, Amit Shah Calls It 'Major Success' (Photo Credits: X)

নয়া দিল্লি, ২১ জানুয়ারিঃ নকশালমুক্ত ভারত গড়ার লক্ষ্য নিয়েছে কেন্দ্র সরকার। আর মঙ্গলে সেই লক্ষ্যে এল বড় সাফল্য। ওড়িশা-ছত্তিশগড় সীমান্তে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (CRPF), ওড়িশা পুলিশ এবং ছত্তিশগড় পুলিশের যৌথ অভিযানে মোট ১৪ জন মাওবাদী খতম হয়েছে। নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা সূত্রে খবর, ছত্তিশগড়ের (Chhattisgarh) গড়িয়াবন্দ জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ১৪ জনের মধ্যে একজন মাওবাদীর মাথার দাম হিসাবে ১ কোটি টাকা ঘোষণা  করেছিল কেন্দ্র। ফলে যৌথ বাহিনীর এই জয়ের স্বাদ যেন আরও বেড়ে গিয়েছে। নিরাপত্তা বাহিনীর বড় সাফল্যে তাঁদের বাহবা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

নকশালবাদের বিরুদ্ধে বড় সাফল্য

ওড়িশা এবং ছত্তিশগড়ের সীমান্তবর্তী এলাকার গভীর জঙ্গলে নকশাল তৎপরতা সম্পর্কে গোয়েন্দা তথ্য মিলেছিল। সেই তথ্যের ভিত্তিতে ১৯ জানুয়ারি রাতে যৌথ বাহিনী মাওবাদী দমন অভিযান শুরু করেছিল। সোমবার বস্তারের জঙ্গলে দুই মহিলা মাওবাদী নিকেশ করেছিল নিরাপত্তাবাহিনী। ঘটনাস্থল থেকে একটি রাইফেল সহ প্রচুর আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরণ উদ্ধার হয়। এরপর মঙ্গলে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (CRPF) সহায়তায় ওড়িশার নুয়াপাড়া জেলা এবং ছত্তিশগড়ের গড়িয়াবাঁধ জেলার সীমান্তবর্তী এলাকায় একটি আন্তঃরাজ্য অভিযান চালায় ওড়িশা এবং ছত্তিশগড় পুলিশ। জঙ্গলের মধ্যে শুরু হয় গুলির লড়াই। নিরাপত্তাবাহিনীর গুলিতে একে একে ১৪ জন মাওবাদী নিধন হয়েছে। গুলির লড়াইয়ে প্রাণ গিয়েছে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য জয়রাম ওরফে চালপথীর। জয়রামকে ধরার জন্যে ১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল আগেই। এদিনের অভিযানে ১৪ জন মাওবাদী নিকেশ হয়েছে ঠিকই কিন্তু জয়রামের নিধনকে বড় সাফল্য হিসাবে দেখছে নিরাপত্তা বাহিনী এবং কেন্দ্র সরকার।

নিরাপত্তা বাহিনীকে সাধুবাদ অমিত শাহেরঃ

নিরাপত্তা বাহিনীকে সাধুবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) এক্স হ্যান্ডেলে লেখেন, 'নকশালবাদের প্রতি আরেকটি বড় ধাক্কা। নকশালমুক্ত ভারত গড়ার লক্ষ্যে আমাদের নিরাপত্তা বাহিনী বড় সাফল্য অর্জন করেছে। নকশালমুক্ত ভারতের জন্য আমাদের সংকল্প এবং আমাদের নিরাপত্তা বাহিনীর যৌথ প্রচেষ্টায়, নকশালবাদ আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করছে'। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের মার্চের মধ্যে মাওবাদীদের নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।