হাসপাতাস(Representational Image/ Photo Credit: PTI)

মুজফফরপুর,৯জুন,২০১৯:‌ বিহারে (Biher)মহামারীর আকার নিয়েছে এনসেফ্যালাইটিস। মুজফফরপুরে (Muzaffarpur)এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪ জন শিশুর। হাসপাতালে ভর্তি রয়েছে আরও ১২ জন শিশু। সকলেই এনসেফ্যালাইটিসে(Encephalitis) আক্রান্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। মুজফফরপুরের শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার জানিয়েছেন, এখনও পর্যন্ত ৩৮ জনের শরীরে এনসেফ্যালাইটিসের লক্ষণ মিলেছে। তাঁদের সকলের শরীরে গ্লুকোজ এবং রক্তের সংকট রয়েছে। এখনও পর্যন্ত ১৪ জন শিশুর মৃত্যু হয়েছে। রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আরও পড়ুন,অপেক্ষার অবসান, অবশেষে এসে গেল বর্ষা, কেরল উপকূলে ঢুকে পড়ল মৌসুমি বায়ু

চিকিৎসকরা জানিয়েছেন অত্যধিক গরমের কারণেই শিশুদের শরীরে জলের পরিমান কমে যাচ্ছে। তাই অবস্থা আরও সংকট জনক তৈরি হয়েছে। আইসিইউ–তে রাখা হয়েছে বেশ কয়েকজন শিশুকে। প্রতিদিন গড়ে ৮ থেকে ৯ জন রোগী এনসেফ্যালাইটিসের সংক্রমণ নিয়ে হাসপাতালে আসছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।