নতুন দিল্লি, ৭ মে: বাণিজ্যিক রান্নার গ্যাসের (Commercial LPG Cylinder) পর এবার দাম বাড়ল ডোমেস্টিক রান্নার গ্যাসের (Domestic LPG)। ১৪.২ কেজির সিলিন্ডার প্রতি ৫০ টাকা দাম বেড়েছে। কলকাতায় একটি সিলিন্ডার (LPG Cylinder) কিনতে এখন থেকে গুনতে হবে ১ হাজার ২৬ টাকা। দিল্লিতে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের নতুন দাম হচ্ছে ৯৯৯ টাকা ৫০ পয়সা।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে এমনিতেই খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের বেলাগাম মূল্যবৃদ্ধি হয়েছে। পকেট ফাঁকা হয়ে যাচ্ছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলির। এবার গ্যাসের দাম বৃদ্ধিতে বহু মানুষেরই নাভিশ্বাস উঠবে। আরও পড়ুন: Madhya Pradesh Fire Incident: মধ্যপ্রদেশের ইন্দোরে দোতলা বাড়িতে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৭ জনের
The price of 14.2 kg Domestic LPG cylinder increased by Rs 50 with effect from today. The domestic cylinder will cost Rs 999.50/cylinder from today.
— ANI (@ANI) May 7, 2022
চলতি মাসের শুরুতেই দাম বাড়ে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের। সিলিন্ডার প্রতি ১০২ টাকা ৫০ পয়সা দাম বেড়ে নতুন দাম হয়েছে ২ হাজার ৩৫৫ টাকা ৫০ পয়সা। আগে দাম ছিল ২ হাজার ২৫৩ টাকা। অন্যদিকে, ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ৬৫৫ টাকা। এর আগে এপ্রিল ও মার্চ মাসে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছিল যথাক্রমে ২৫০ টাকা ও ১০৫ টাকা।