
নয়াদিল্লিঃ অসমে (Assam) যৌন হেনস্থার(Sexual Assault) শিকার ১০ বছরের কিশোরী। আটক নাবালক। ঘটনাটি ঘটেছে অসমের মণিপুরের(Manipur) চান্দেল জেলায়(Chandel District)। কিশোরীর বয়স মাত্র ১০। ইতিমধ্যেই ওই কিশোরীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ(Police)। জানা গিয়েছে, ওই কিশোরী চুরাচন্দপুরের বাসিন্দা। সম্প্রতি চান্দেলে এসেছিল সে। সেখানেই যৌন হেনস্থার শিকার হয় ওই কিশোরী।
অসমে যৌন হেনস্থার শিকার ১০ বছরের কিশোরী
অভিযোগ, তাঁকে যৌন হেনস্থা করে এক নাবালক। পরিবারের কাছে গোটা ঘটনাটি জানায় ওই কিশোরী। এরপরই পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। ইতিমধ্যেই অভিযুক্ত নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, চলতি সপ্তাহেই অসমে আরও একটি যৌন হয়রানির ঘটনা ঘটে। অফিস থেকে ফেরার পথে চলন্ত বাসে যৌন হেনস্থার শিকার হন এক তরুণী। চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয় ওই তরুণীকে। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় উত্তাল হয় অসম। অভিযুক্তদের বিক্ষোভের দাবিতে রাস্তায় নামে সাধারণ মানুষ।
নাবালকের লালসার শিকার ১০ বছরের কিশোরী
10-Year-Old Girl Sexually Assaulted In Manipur's Churachandpur, Boy Detained https://t.co/UfjiK8mZcq
— NDTV News feed (@ndtvfeed) April 6, 2025