Ahmednagar Civil Hospital Fire. (Photo Credits: ANI)

পুণে, ৬ নভেম্বর: আজ, শনিবার সকাল ১১টা নাগাদ মহারাষ্ট্রের (Maharashtra) আহমেদনগরের (Ahmednagar) এক পৌর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসাপাতালের আইসিইউ-তে আগুন ছড়িয়ে পড়ায় ১০জন রোগী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আর ১ জন রোগী সঙ্কটজনক অগ্নিদগ্ধ হয়ে সঙ্কটজনক অবস্থায় অন্যত্র চিকিতসাধীন রয়েছেন। মৃতরা সবাই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ছিলেন বলে খবর। ক দিন আগেই এই হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিতসার জন্য বিশেষ ইউনিট খোলা হয়েছিল। আর সেখানেই ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

দেখুন টুইট

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১১টা নাগাদ এই আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার মাঝেই ১০ জন করোনা আক্রান্ত রোগী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আরও পড়ুন: এখনও পেট্রল-ডিজেলের ওপর ভ্যাট কমায়নি পশ্চিমবঙ্গ সহ যে সব রাজ্য  

দেখুন টুইট

আহমেদনগর পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণ। কী করে এমন ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ।