কোনওভাবেই যাতে সীমান্ত এলাকায় ড্রাগ পাচার না হয় সেইদিকে সজাগ রয়েছে পুলিশ প্রশাসন। বুধবার গভীর রাতে করিমগঞ্জ থেকে উদ্ধার হয়েছে এক লক্ষ ইয়াবা ড্রাগ (Yaba Drug) ট্যাবলেট। যার বাজারমূল্য কমপক্ষে ৩০ কোটি টাকা। এদিন মাদকসহ দুইজনকে গ্রেফতার করেছে অসম পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, অভিযুক্তরা মিজোরাম থেকে মাদকগুলি পাচার করে নিয়ে আসছিল। কিন্তু মাঝপথে সীমান্ত এলাকায় নাকাচেকিং চলাকালিন পুলিশের হাতে গ্রেফতার হতে হয় তাঁদের।

পুলিশসূত্রে জানা গিয়েছে, গোপনসূত্রে খবর পেয়ে বুধবার রাতে রাতাবাড়ি পুলিশ স্টেশন অন্তর্গত গন্ধরাজবাড়ি এলাকায় চেকপোস্টে তল্লাশি অভিযান শুরু করে অসম পুলিশ ও নারকোটিক বিভাগের আধিকারিকরা। তখনই অভিযুক্ত নাজমুল হোসেন এবং মুতলিব আলির গাড়িতে সন্দেহজনক কিছু বাক্স উদ্ধার হয়। তারপর ভালো করে তল্লাশি জালাতে গিয়ে বাকি বাক্সগুলি গাড়ির তেলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়। জানা যাচ্ছে মোট ১০টি বাক্স থেকে ১ লক্ষ ইয়াবা ড্রাগ ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

অসম পুলিশের এই তৎপরতা নিয়ে উচ্ছসিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বৃহস্পতিবার সকালে টুইট করে অসম পুলিশ ও নারকোটিক বিভাগকে শুভেচ্ছা জানান তিনি।  এর আগেও গত ৭ জুন অসমের সীমান্ত এলাকা থেকেই ১.৭ কিলো হেরোইন উদ্ধার করেছিল নিরাপত্তা বাহিনী।