Jali Kattu. (Photo Credits: Twitter)

করোনার মাঝে জালিকাট্টু (Jallikattu) আয়োজন নিয়ে বড় প্রশ্ন উঠেছিল। সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ তো ছিলই। কিন্তু কোভিডের ঝুঁকি নিয়েই তামিলনাড়ুতে শুরু হওয়া ঐতিহ্যবাহী জালিকাট্টু প্রথম দিনেই মৃত্যু ডেকে আনল। মাদুরাইতে উন্মক্ত ষাঁড়ের লড়াইয়ে মৃত্যু হল একজনের। আরও পড়ুন: ১৬ জানুয়ারি 'স্টার্ট আপ' দিবস হিসেবে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

দেখুন টুইট

সঙ্গে স্পেনের বুল ফাইটের ধাঁচের এই খেলায় ৮০ জন আহত হয়েছেন। কোভিড বিধির কারণে এবার জালিকাট্টুতে সর্বাধিক ৩০০ জনকে নিয়ে হচ্ছে খেলা।