Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ ফ্ল্যাটের (Flat) মধ্যেই পরিচারকের হাতে খুন মা ও ছেলে। বাড়ি ফিরে স্ত্রী ও ছেলের রক্তাক্ত দেহ (Dead Body) দেখা কান্নায় ভেঙে পড়লেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) লাজপত নগরে। মৃতার নাম রুচিকা সেওয়ানি ও ক্রিশ সেওয়ানি। দিল্লির লাজপত নগরের বাসিন্দা তাঁরা। ওই এলাকাতেই একটি জামাকাপড়ের দোকান চালাতেন রুচিকা এবং তাঁর স্বামী কুলদীপ সেওয়ানি। বুধবার বাড়িতেই ছেলেকে নিয়ে ছিলেন রুচিকা। দোকান সামলাতে ব্যস্ত ছিলেন কুলদীপ। রাত ৯.৩০ নাগাদ বাড়ি ফিরে দরজায় কড়া নাড়েন স্বামী কুলদীপ। কেউ দরজা না খোলায় সন্দেহ হয় তাঁর। স্ত্রী ও সন্তানকে ফোন করতে থাকেন কিন্তু কেউ সাড়া দেননি।

বাড়ির মালকিন ও তাঁর সন্তানকে খুন পরিচারিকার

এরপরই পুলিশের দ্বারস্থ হন কুলদীপ। পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে রুচিকার দেহ। রক্তাক্ত অবস্থায় ড্রয়িং রুমেই পড়েছিল তাঁর দেহ। বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হয় ১৪ বছরের ক্রিশের দেহ। তদন্তে নেমে পুলিশের সন্দেহ হয় তাঁদের বাড়ির পরিচারক ও দোকানের কর্মচারী মুকেশের উপর। তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে সমস্ত সত্যি। পুলিশকে সে জানায়, গলায় বসে রুচিকা ও ক্রিশকে খুন করেছে সে। কী কারণে খুন? কাজ সংক্রান্ত বিষয়ে মুকেশকে বকাবকি করেছিলেন রুচিকা। আর তাই রাগের বশে খুনের সিদ্ধান্ত নেয় মুকেশ। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।

 বকাবকির মাসুল, পরিচারকের হাতে খুন মহিলা ও  তাঁর একমাত্র সন্তান