Photo Credit_Twitter

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর: অসম-সহ গোটা দেশকে কাঁদিয়ে চলে গিয়েছেন জ়ুবিন গর্গ (Zubeen Garg Death)। প্রিয় জ়ুবিন দা-র প্রয়াণে কাঁদছে অসম। জ়ুবিন গর্গের মৃত্যুর একদিন পর এবার সামনে এল একটি নতুন ভিডিয়ো (Zubeen Garg Video)। যেখানে জ়ুবিন গর্গকে সিপিআর (CPR) দেওয়া হচ্ছে, এমন ফুটেজ সামনে আসে। সিঙ্গাপুর (Singapore) জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গিয়ে সিপিআর দেওয়া হচ্ছে জ়ুবিন গর্গকে। এমন ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

গত  শুক্রবার সমুদ্রের জলে জ়ুবিন গর্গের নিঃশ্বাস  নিতে কষ্ট হলে, স্কুবা ডাইভ বন্ধ করিয়ে শিল্পীকে সিঙ্গাপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জ়ুবিনের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর, চোখের জলে বাড়ি ফিরেছেন তাঁর অনুরাগীরা। এবার জ়ুবিনের শেষবেলার আরও একটি ভিডিয়ো সামনে আসে। যেখানে জ়ুবিন গর্গকে সিপিআর দেওয়া সত্ত্বেও তাঁর প্রাণ বাঁচানো যায়নি।

গুয়াহাটির একটি সংবাদমাধ্যমের তরফে ওই ফুটেজ প্রকাশ করা হয়েছে। যেখানে জ়ুবিন গর্গকে জরুরি বিভাগে নিয়ে গিয়ে সিপিআৎ দেওয়া হয়। তাও তাঁর প্রাণ বাঁচানো যায়নি।

আরও পড়ুন: Zubeen Garg: জুবিন গর্গকে ‘অসম্মান’ করার অভিযোগ, অসমের বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

দেখুন সেই ভিডিয়ো, যেখানে জ়ুবিন গর্গকে বাঁচানোর চেষ্টা চলছে পুরোদমে...

 

নর্থইস্ট ফেস্টিভালে সিঙ্গাপুরে গিয়েই শেষ নিঃশ্বাস বেরিয়ে যায় জুবিনের দেহ থেকে 

নর্থইস্ট ফেস্টিভাল উপলক্ষ্যে জ়ুবিন গর্গ গিয়েছিলেন সিঙ্গাপুরে। গত শুক্রবার সিঙ্গাপুরে শোয়ের আগে জ়ুবিন যান স্কুভা ডাইভে। জলে নামেন তিনি। তবে জলে নামার পরপরই জ়ুবিনের জীবনের শেষ মুহূর্ত ঘনিয়ে আসে। জলের মধ্যে জ়বিনের শ্বাস আটকে যায়। জল থেকে শিল্পীকে উদ্ধার করা হলেও, তাঁর প্রাণ রক্ষা করা যায়নি।

জ়ুবিনের মৃত্যু এবং অভিযোগ 

জ়ুবিনের মৃত্যুর পর তাঁর সব সময়ের সঙ্গী তথা আপ্ত সহায়ক সিদ্ধার্থের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়। এমনকী জ়ুবিনের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয় গুয়াহাটি হাসপাতালে। তবে এখনও রহস্যজনক কিছু সামনে আসেনি বলে জানা যাচ্ছে। আর এবার প্রকাশ্যে এল জ়ুবিনের শেষ সময়ের আরও একটি ভিডিয়ো।