Zubeen Garg (Photo Credit: Instagram)

নয়াদিল্লিঃ এবার জুবিন গর্গকে (Zubeen Garg) ‘অসম্মান’ করার অভিযোগ উঠল তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। মঙ্গলবারই ই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে বিখ্যাত সঙ্গীত শিল্পীর। গায়কের মৃত্যুর পরই রাজ্যজুড়ে শোকপালন করার নির্দেশ দিয়েছিল অসম সরকার। অসমের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে গায়কের প্রতি উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু এই নির্দেশ না মানার অভিযোগ উঠেছে তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। এবার এই ঘটনায়ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে অসমের সোনিতপুর জেলা প্রশাসন। এই ঘটনার হস্তক্ষেপের দাবি জানান অসমের বিরোধী দলনেতা দেবব্রত সাইকিয়া। পাশাপাশি তেজপুর বিশ্ববিদ্যালয়ের পাচার্যের আচরণ নিয়ে তদন্ত করার দাবি জানিয়ে অসমের রাজ্যপালের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। রাজ্যবাসীর ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর অপসারণ দাবি করেছে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া।

অন্যদিকে বুধবারই পদত্যাগ করেছেন তেজপুর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক সমরেশ বর্মন। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে উপাচার্যের তর্কাতর্কি হয়। জুবিন গর্গের প্রতি 'অসম্মান' করার অভিযোগ তোলেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পড়ুয়াদের প্রতি অবমাননাকর মন্তব্য করেন বলেও অভিযোগ উঠেছে। অতিরিক্ত ম্যাজিস্ট্রেটকে তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ১০ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জুবিন গর্গকে ‘অসম্মান’ করার অভিযোগ, অসমের বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ