WB Assembly Elections 2021 : শাড়ি পরে কয়লা খনিতে সায়নী, বিতর্কে তৃণমূলের তারকা প্রার্থী
কয়না খনিতে সায়নী ঘোষ (ছবি ইনস্টাগ্রাম)

আসানসোল : আসানসোল দক্ষিণ (Asansol Dakshin) থেকে এবার প্রার্থী হয়েছেন টলিউড অভিনত্রী সায়নী ঘোষ। যা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণা হওয়ার পর থেকেই জোর কদমে প্রচার শুরু করেন তৃণমূল কংগ্রেসের (TMC) এই তারকা প্রার্থী।

শুক্রবার জামুড়িয়ার পিউর সিয়ারসোল কোলিয়াড়িতে হাজির হয়ে বিতর্কের মুখে পড়েন সায়নী। অভিযোগ, সায়নী (Saayoni Ghosh) যেভাবে শাড়ি পরে কয়লা খনিতে নেমেছেন, তা নিয়ম বহির্ভূত। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে সায়নী কীভাবে শাড়ি পরে কয়লা খনিতে নামলেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত পালটা কোনও মন্তব্য করতে শোনা যায়নি আসানসোল দক্ষিণে জোড়াফুল শিবিরের এই তারকা প্রার্থীকে (Star Candidate)।

 

 

View this post on Instagram

 

প্রসঙ্গত এর আগে প্রচারে বেরিয়ে শাড়ির কুচি ধরে দৌঁড়তে দেখা যায় সায়নীকে। সোশ্যাল মিডিয়ায় সায়নী ঘোষের সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে। সায়নী কেন শাড়ির কুচি ধরে দৌঁড়লেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন।

আরও পড়ুন :  Varun Dhawan In Sanki : অভিনয়ের রঙিন জীবন ছেড়ে পুলিসের চাকরি, কী হল বরুণ ধাওয়ানের?

জানা যায়, প্রচারে বেরিয়ে তারকা প্রার্থীকে দেখার জন্য অনেকেই ভিড় জমাতে শুরু করেন। যার ফলে অনেকেই সায়নী ঘোষের গা ঘেঁষে চলতে শুরু করেন। সায়নীকে যাতে কেউ স্পর্শ করতে না পারেন, তার জন্যই তারকা প্রার্থী ছুটে সেখান থেকে সরে যান বলে মন্তব্য করেন অনেকে।