মুম্বই : সাজিদ নাদিয়াদওয়ালার শঙ্কিতে (Sanki) দেখা যাবে বরুণ ধাওয়ানকে। যেখানে বিশেষভাবে শারীরিক সক্ষম পুলিস কর্মীর ভূমিকায় দেখা যাবে বরুণ ধাওয়ানকে। যা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে গোটা বলিউড (Bollywood) জুড়ে।
দক্ষিণী ছবি 'ধ্রুবঙ্গল পাথিনারুর' হিন্দি রিমেক 'শঙ্কিতে' অভিনয় করবেন বরুণ ধাওয়ান। সাজিদ নাদিয়াদওয়ালার ব্যানারেই শঙ্কিতে অভিনয় করতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। জানা যাচ্ছে, তদন্ত করতে গিয়ে নিজের পা হারান, এমনই একজন তুখোড় পুলিস অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে (Varun Dhawan)।
আরও পড়ুন : Sona Mohapatra receives death : হিন্দু দেবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য? সোনা মহাপাত্রকে খুনের হুমকির অভিযোগ
সম্প্রতি দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বরুণ ধাওয়ান। আলিবাগের একটি বিলাসবহুল পাঁচতারা রেস্তোরাঁয় বসে বরুণ-নাতাশার বিয়ের আসর। যেখানে দুই পরিবারের ঘনিষ্ঠরা হাজির হন। করোনাকালে (Corona) ঘনিষ্ঠদের নিয়েই বলিউডের এই প্রথম সারির অভিনেতার বিয়ের আসর বসে। বরুণ-নাতাশার বিয়ের পর, বেশ কয়েকজন কাছের বন্ধুদের নিয়ে তাঁরা পার্টির আয়োজন করেন। তবে বিয়ের পর বলিউডের এই হাই প্রোফাইল পরিবারে ঢাকঢোল পিটিয়ে রিসেপশনের আসর বসতে দেখা যায়নি।