Govinda's Video Goes Viral (Photo Credit: Instagram)

মুম্বই, ২৩ জুন: একের পর এক কটাক্ষের মুখে গোবিন্দা (Govinda)। এবার বিমানে উঠে এক কিশোরী কন্যার কাধে মাথা রেখে অবসর যাপনের চেষ্টা করতেই গোবিন্দাকে বিভিন্ন ধরনের সমালোচনার মুখে পড়তে হয়। একের পর এক কটাক্ষ সহ্য করতে হয় বলিউডের (Bollywood) 'হিরো নম্বর ওয়ানকে'।

গোবিন্দার যে ভিডিয়োটি ভাইরাল (Viral Video) হয়, সেখানে দেখা যায়, তিনি এক কিশোরী কন্যার কাধে মাথা রাখছেন। ওই কিশোরী কন্যার কাধে কয়েক মুহূর্ত মাথা রেখে চোখ বন্ধ করতে দেখা যায় গোবিন্দাকে। ওই কিশোরীর কাধে মাথা রেখে সেখান থেকে উঠতেই হেসে ফেলেন গোবিন্দা। অভিনেতা যে মজার ছলেই ওই কাজ করছিলেন, তা তাঁর চোখ, মুখ থেকে স্পষ্ট হয়ে যায়।

তবে গোবিন্দা যতই মজা করুন না কেন, তাঁর এই ব্যবহার মোটেই ভাল চোখে নেননি নেটিজেনদের একাংশ। গোবিন্দা কী করছেন বলে প্রশ্ন তোলেন অনেকে। শুধু তাই নয়, গোবিন্দা যা করছেন, তা মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন কেউ কেউ। অনেকে আবার বলতে শুরু করেন, গোবিন্দার সম্পর্কে তাঁর স্ত্রী যা বলতেন, তার কোনওটাই ভুল নয়। কেউ আবার জিজ্ঞাসা করেন, ওই বাচ্চা মেয়েটি কে? ওকে রবিনা ট্যান্ডনের মত দেখতে। কেউ কেউ গোবিন্দাকে 'ক্রিপ' বলেও মন্তব্য করেন।

আরও পড়ুন: Govinda Health Update:রোড শোয়ের মাঝে অসুস্থ গোবিন্দা, বর্তমানে কেমন রয়েছেন অভিনেতা?

দেখুন গোবিন্দার সেই ভিডিয়ো যেখানে সমালোচনার পাহাড় তৈরি হয় তাঁর ব্যবহারের জেরে...

 

Govinda in a flight

byu/DyausPater inBollyBlindsNGossip

সবকিছু মিলিয়ে গোবিন্দার ভিডিয়ো ভাইরাল হতেই তা নিয়ে একের পর এক সমালোচনা শুরু হয়ে যায়।