
মুম্বই, ১৭ এপ্রিল : সুস্থ হয়ে উঠলেন ক্যাটরিনা কাইফ। কোভিডের গ্রাস থেকে আপাতত মুক্ত বলিউডের এই প্রথম সারির নায়িকা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে হলুদ রঙের পোশাক পরে ছবি শেয়ার ক্যাটরিনা (Katrina Kaif) জানান, তাঁর কোভিড (COVID 19) রিপোর্ট নেগেটিভ এসেছে। অসুস্থ অবস্থায় যাঁরা তাঁর খোঁজ নিয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ জানান ক্যাট।
View this post on Instagram
ক্যাটরিনার পাশাপাশি অভিনেত্রী ভূমি পেদনেকরও সুস্থ। তাঁর কোভিড রিপোর্টও নেগেটিভ এসেছে। পাশাপাশি তিনি জীবন সম্পর্কে অত্যন্ত পজিটিভ বলেও মন্তব্য করেন ভূমি।
আরও পড়ুন : Sonu Sood On COVID-19 : করোনা আক্রান্তদের সাহায্য করতে অপারগ, 'অসহায়' সোনু ভেঙে পড়লেন
ক্যাটরিনা এবং ভূমির পাশাপাশি বিকি কৌশলের (Vicky Kaushal) কোভিড রিপোর্টও নেগেটিভ এসেছে বলে জানান বিকি কৌশল। শুক্রবার বিকি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানান, তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।