সৌমিত্র চ্যাটার্জি (Photo Credits: Facebook)

কলকাতা, ১১ নভেম্বর: একই অবস্থায় রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর শারীরিক পরিস্থিতির কোনওরকম অবনতি হয়নি। গ্লাসগো কোমা স্কেলে মস্তিষ্কের স্নায়ুর সাড়া দেওয়ার সূচক ৮-৯ এর মধ্যে ঘোরাফেরা করছে। একদিন অন্তর চলছে ডায়ালিসিস। কিডনি থেকে সমস্ত টক্সিক পদার্থ বের করে নেওয়া হয়েছে। তবে কিটনি স্বাবাবি কর্মক্ষমতায় ফিরতে এখনও অনেকগুলো দিন সময় লাগবে। পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখছেন। সেই দলের বৈঠকেই ঠিক করা হবে কবে থেকে প্রবীণ অভিনেতার প্লাজমা ফেরেসিস শুরু করা হবে। তবে আগামী একমাসের আগে কিডনি সম্পূর্ণ সুস্থ হচ্ছে না। একই সঙ্গে আজ ট্রাকিওস্টমি করার চেষ্টা করবেন চিকিৎসকরা।

উল্লেখ্য, এক মাসেরও বেশি সময় ধরে দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সিওপিডির রোগী সৌমিত্র এমনিতেই ফুসফুসের সংক্রমণে ভোগেন। সেখানে করোনার থাবা পড়ায় পরিস্থিতি খারাপ হতে থাকে। প্রায় ২ সপ্তাহ লড়াই করার পর করোনা মুক্ত হন প্রবীণ অভিনেতা। তবে করোনা গেলেও কোভিড এনসেফালোপ্যাথির প্রকোপে একটু একটু করে তাঁর সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। প্রায় ২০ দিনের উপরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মস্তিষ্ক কাজ করছে না। আরও পড়ুন-Local Train Service In West Bengal: রাজ্যে গড়ালো লোকাল ট্রেনের চাকা, সাতসকালেই শিয়ালদায় কোভিড বিধি শিকেয়

টানা একমাস কোমর্বিডিটির সঙ্গে ক্রমাগত লড়াই করে চলেছেন তিনি। সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ সচল রাখতে দিনের পর দিন তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। সংকট অনেকটাই কেটেছে। তবে একটানা ক্রিটিক্যাল কেয়ার সাপোর্টে থাকায় দুর্বলও হয়ে পড়েছেন অভিনেতা। এদিকে বৃহস্পতিবার বাবাকে চোখ খুলতে দেখে স্বস্তি পেয়েছেন অভিনেতার মেয়ে। চিকিৎসকরাও অনেকটা নিশ্চিন্ত। তবে ফের প্লাজমা থেরপি করা হবে কি না তানিয়ে আজ বৈঠকে বসবেন নেফ্রলজিস্টরা। এমনকী অভিনেতাকে ভেন্টিলেশনের বাইরে বের করা হবে কিনা তানিয়েও আলোচনা হবে