Kaushik Ganguly COVID-19 Positive: করোনা আক্রান্ত চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলি, রয়েছেন নিভৃতবাসে
কৌশিক গাঙ্গুলি (Photo Credits: Social Media)

এবার করোনার কবলে পড়লেন পরিচালক কৌশিক গাঙ্গুলি (Kaushik Ganguly)৷ গত সপ্তাহেই করোনায় আক্রান্ত হয়েছেন কৌশিক চূর্ণীর একমাত্র ছেলে উজান৷ তবে সেসময় বাড়িতে ছিলেন না কৌশিক৷ তিনি আসন্ন সিনেমা  কাবাডি কাবাডি-র শুটিংয়ে বোলপুরে ছিলেন৷ সেখানেই করোনায় আক্রান্ত হন৷ এদিকে উজান গাঙ্গুলি কোভিড পজিটিভ হলেও মা চূর্ণীর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে৷ অন্যদিকে কোভিডে আক্রান্ত হওয়ার পর কলকাতার বাড়িতে ফিরেছেন কৌশিক গাঙ্গুলি৷ তবে তিনি একা নন, টিম কাবাডি কাবাডি-র অভিনেতা ঋত্বিক ও অভিনেত্রী সোহিনীও জ্বর এবং সর্দি কাশিতে ভুগছেন৷ এরমধ্যেই করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন চিত্রগ্রাহক গোপী ভগতের বন্দু বিষ্ণু৷  আরও পড়ুন-Visakhapatnam: হাসপাতাল বেড নেই, বাবা-মায়ের চোখের সামনে মৃত কোভিড আক্রান্ত শিশু

এই গোপী ভগতকে দারুণ পছন্দ করেন কৌশিক গাঙ্গুলি৷ তাইতো কাবাডি কাবাডি-র টিমে কাজও করছেন তিনি৷ তবে করোনায় আক্রান্ত হওয়ার পর বাড়িতে ফিরেই নিভৃত বাসে রয়েছেন পরিচালক৷ হৃত্বিক স্বাদ চলে গেছে৷ বলিউড ও টলিউডে একের পর এক করোনা পজিটিভের খবর মিলছে৷   তালিকায় টলি পাড়ার নতুন রাজনীতিকরাও রয়েছেন৷ আজ আবার করোনা পরবর্তী জটিলতায় চলে গেলেন সাহিত্যিক অনীশ দেব৷