Swastika Mukherjee: লকডাউনে মন খারাপ স্বস্তিকার! টুইটে বাবাকে স্মরণ অভিনেত্রীর
Photo Source: Twitter

কলকাতা, ২০ এপ্রিল: সদ্যই বাবাকে হারিয়েছেন স্বস্তিকা। ব্লাড সুগার এবং হাইপারটেনশনের সমস্যা ছিল সন্তু মুখার্জির। বাবার মৃত্যুর সেই শোক এখনও ভুলে উঠতে পারেননি স্বস্তিকা (Swastika Mukherjee)। লকডাউনে নিজের বাড়িতে বসে আজ মন ভার তাঁর। কাজ নেই। শ্যুটিংয়ের ব্যস্ততা নেই। নেই কলটাইমও। আজ বদ্ধ ঘরে একাকীত্ব যেন গ্রাস করছে তাঁকে। আরও পড়ুন: Roopa Ganguly: টুইটার ট্রেন্ডে দ্রৌপদীর বস্ত্র-হরণ, ২০১৬-র মর্মান্তিক হামলার ঘটনা শেয়ার রূপা গাঙ্গুলির 

টুইটে নিজের সাদা-কালো দু'টি ছবি পোস্ট করেছেন স্বস্তিকা। সেই ছবির পোস্টে বেশ কিছুটা অতীতে ফিরে যান তিনি। লেখেন, 'আমার আজকের দিনটা আজও মনে আছে। বাবা আইসিইউ-তে ভর্তি ছিলেন। আমি আমার শ্যুটিংয়ে ব্যস্ত ছিলাম। যখন মনের ভিতরটা কোনও একটা ঝড়ে তোলপাড় হয়ে যায়। কিন্তু কাজের প্রতি যারা একনিষ্ঠ থাকেন সেই মুহূর্তেও। তাদেরকে আমি ভীষণ শ্রদ্ধা করি।'

লকডাউন ৩ মে পর্যন্ত বেড়েছে। তার আগেই শেষ হয়ে গেছে বাংলা টেলিভিশনের বিভিন্ন শোয়ের এপিসোডের ভাঁড়ার। তাই একটা সময় পর টেলিপর্দায় ফিরে এসেছে একগুচ্ছ পুরনো ধারাবাহিক। বিভিন্ন পুরনো নন-ফিকশন শোগুলিও ফিরেছে। কিন্তু স্টার জলসা-র ‘সুপার সিঙ্গার’ টিমের সদস্যরা গৃহবন্দি হয়েও এই সময়ে বানিয়ে ফেলছেন এই রিয়্যালিটি শোয়ের নতুন এপিসোড, যা অবশ্যই বাংলা টেলিভিশনে নতুন ইতিহাস গড়েছে। ‘সুপার সিঙ্গার’-এর ‘ঘরে বসে তৈরি’ নতুন এপিসোডের সম্প্রচার হয় গত ১১ এপ্রিল ও ১২ এপ্রিল।