ফের সংবাদ শিরোনামে রূপা গাঙ্গুলি (Roopa Ganguly)। তবে এবার কোনও রাজনৈতিক মন্তব্যের জন্য নয়। ৯-র দশকের মহাভারত আবারও ভেসে উঠেছে টিভি পর্দায়, দূরদর্শনের (Door darshan) সৌজন্যে। লকডাউনে (COVID-19 lockdown) ঘরবন্দি মানুষ বিনোদনের রসদ পেতে রামায়ন-মহাভারতেই এখন মজেছেন। আর এই মহাভারতে অভিনয়ের সুবাদেই ফের সংবাদ শিরোনামে উঠে এসেছেন রূপা গাঙ্গুলি। টুইটার ট্রেন্ডে আপাতত তিনি ট্রেন্ডিং। কারণ সোমবার, দূরদর্শনের পর্দায় টেলিকাস্ট হয়েছে দ্রৌপদীর বস্ত্রহরণ (Mahabharat's Draupadi) এপিসোড। সেই এপিসোডেই দুর্দান্ত অভিনয়ে মন কেড়েছেন তিনি শহরবাসীর। এপিসোডের নির্দিষ্ট অংশ নিয়ে টুইটারে পোস্ট করেন রূপা। সেই সঙ্গে বছর চারেকের পুরনো এক রাজনৈতিক সংঘর্ষের ঘটনার কথা স্মরণ করলেন তিনি। আরও পড়ুন: Yogi Adityanath's Father Dies: প্রয়াত যোগী আদিত্যনাথের বাবা আনন্দ সিং বিস্ত
সালটা ছিল ২০১৬। ভোটের ফলপ্রকাশের পরই রাজ্যজুড়ে বিরোধী দলের কর্মী-সমর্থকদের উপর আক্রমণ শুরু হয়। অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। ডায়মন্ডহারবারে এক দলীয় কর্মীকে দেখতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন রূপা গাঙ্গুলি। ভাঙচুর করা হয় তাঁর গাড়ি। তাঁকে গাড়ির ভিতর থেকে নামিয়ে মাটিতে ফেলে মারা হয়। ছিঁড়ে দেওয়া হয় শাড়িও। মাথায় জোরদার আঘাতের জেরে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় তাঁর। দ্রৌপদীর বস্ত্রহরণ এপিসোডটি শেয়ার করতে করতে সেই ঘটনাটিরই স্মরণ করলেন তিনি।
हे कृष्ण हे कृष्ण हे कृष्ण #महाभारत #Mahabharat pic.twitter.com/RE0TJSmek3
— Roopa Ganguly (@RoopaSpeaks) April 20, 2020
টুইটে রূপা লেখেন, 'আমার মনে আছে এখনও, সালটা ছিল ২০১৬, ২২ মে ডায়মন্ড হারবারে আমার সঙ্গে ঘটেছিল সেই ভয়ঙ্কর ঘটনা। ১৭ থেকে ১৮ জন হামলা চালায় আমার উপর। পুলিশও ছিল সেই দলে। আমাকে গাড়ি থেকে চুলের মুঠি ধরে নামিয়ে আনা হয়। আমার সৌভাগ্য যে সেদিনের ঘটনায় আমি মারা যাইনি।'