কলকাতা,১৪ ডিসেম্বর: ৯ বছর পর তৈরি হতে চলেছে ব্লকবাস্টার ছবি 'বাইশে শ্রাবণ'(Baishe Srabon)-র সিক্যুয়েল। ছবির নাম 'দ্বিতীয় পুরুষ'(dwitiyo purush)। পরিচালক সৃজিত মুখার্জি(Srijit Mukherji)-র পরিচালনায় এবং শ্রী ভেঙ্কটেস ফিল্মসের প্রযোজনায় এই ছবি মুক্তি পাবে আগামী বছর ২৩ জানুয়ারি।
শনিবার রিলিজ হল ছবির টিজার। টিজারেই রীতিমত চমকে দিলেন সৃজিত(Srijit Mukherji)। গল্পের প্লট তো বটেই সেই সঙ্গে অভিনেতা-অভিনেত্রীদের লুকেও রয়েছে ব্যপক চমক।আরও পড়ুন: Citizenship Amendment Act Protest: বিক্ষোভ মিছিলে সামিল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, পিছলো পরীক্ষা
Re-union. @paramspeak @raimasen @itsmeabir
Re-union.https://t.co/AY9pepvLri
— Srijit Mukherji (@srijitspeaketh) December 14, 2019
ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন এবং ঋতব্রত মুখোপাধ্যায়। এছাড়াও রয়েছেন আবির চট্টোপাধ্যায় এবং গৌরব চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়, ঋদ্ধিমা ঘোষ। আগামিকাল অর্থাৎ রবিবার মুক্তি পেতে চলেছে বহু প্রতিক্ষিত 'বাইশে শ্রাবণ'-র সিক্যুয়েল ছবি দ্বিতীয় পুরুষের ট্রেলার।