নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর: রাষ্ট্রপতির সইয়ের পরই আইনে পরিণত হয়েছে ক্যাব। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে জ্বলছে অসম-ত্রিপুরা। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সামিল হয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। শনিবারের সমস্ত সেমিস্টারের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে এমনটাই খবর। শুধু তাই-ই নয়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। এর পাশাপাশি সেমিস্টারের বাতিল হওয়া পরীক্ষা পরবর্তী কবে হবে সেই নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার দুপুরে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । সেই মিছিলেই পড়ুয়াদের উপর হামলা চালায়, এমনটাই অভিযোগ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। পুলিশ এবং পড়ুয়াদের মধ্যে খণ্ডযুদ্ধ বাঁধে। এরপরই নাগরিকত্ব সংশোধনী আইন এবং পড়ুয়াদের উপর আক্রমণের প্রতিবাদে পরীক্ষা বয়কয়টের সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। পিছিয়ে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের সমস্ত সেমিস্টারের পরীক্ষা। আরও পড়ুন: Swastika Mukherjee's Birthday: টলি দুনিয়ার সেনসেশন স্বস্তিকার জন্মদিনে টুইটারে শুভেচ্ছা সেলেবদের
বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, 'আজ অর্থাৎ শনিবার যে সমস্ত পরীক্ষা ছিল, সেই সমস্ত পরীক্ষাই পিছিয়ে দেওয়া হয়েছে।'