Photo Source: Instagram

কলকাতা, ১৩ ডিসেম্বর: স্বস্তিকা মুখার্জি। খাতায় কলমে বয়স ছুঁয়েছে ৩৯। কিন্তু দেখে তা বোঝার জো নেই। জাতিশ্বর ছবির সৌদামিনি হোক কিংবা দুপুর ঠাকুরপো-র উমা বৌদি। সব ছবিতেই অসাধারণ অভিনয় সকলের মন কেড়েছে। সেই সঙ্গে স্বস্তিকার লুকে ক্লিন বোল্ডও হয়েছে ৮ থেকে ৮০।

তবে সৌন্দর্যতার থেকেও বিতর্কের জেরে স্বস্তিকা বহুবার সংবাদ শিরোনামে এসেছেন। একদিকে তিনি সেনসেশন, দক্ষ অভিনেত্রী, টলিপাড়ার ফ্যাশনিস্তা আবার তিনি ঠোঁটকাটা স্পষ্টবক্তাও বটে! টলিউডের যেকোনও আবেদনময়ী চরিত্রে পরিচালকদের পছন্দের তালিকার শীর্ষে সবসময় তিনিই থাকেন।আরও পড়ুন: CAB Protest: নাগরিকত্ব বিলের বিরোধিতায় অশান্তির চরম সীমায় অসম, পুলিশের গুলিতে মৃতের সংখ্যা বেড়ে ৫

 আজ অর্থাৎ ১৩ ডিসেম্বর স্বস্তিকার জন্মদিনে শুভেচ্ছা বার্তা উপচে পড়েছে টুইটারে।

 

 

 

 

 

সত্রাজিৎ সেন এবং অর্জুন দত্তের পরিচালনায় দু'টি ছবিতেই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে সেই দু'টি ছবি। অর্জুন দত্তের ছবি 'গুলদাস্তা' মহিলা কেন্দ্রিক একটি ছবি। সেই ছবিতে স্বস্তিকার পাশাপাশি মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অর্পিতা চ্যাটার্জিকেও।