কলকাতা, ১৩ ডিসেম্বর: স্বস্তিকা মুখার্জি। খাতায় কলমে বয়স ছুঁয়েছে ৩৯। কিন্তু দেখে তা বোঝার জো নেই। জাতিশ্বর ছবির সৌদামিনি হোক কিংবা দুপুর ঠাকুরপো-র উমা বৌদি। সব ছবিতেই অসাধারণ অভিনয় সকলের মন কেড়েছে। সেই সঙ্গে স্বস্তিকার লুকে ক্লিন বোল্ডও হয়েছে ৮ থেকে ৮০।
তবে সৌন্দর্যতার থেকেও বিতর্কের জেরে স্বস্তিকা বহুবার সংবাদ শিরোনামে এসেছেন। একদিকে তিনি সেনসেশন, দক্ষ অভিনেত্রী, টলিপাড়ার ফ্যাশনিস্তা আবার তিনি ঠোঁটকাটা স্পষ্টবক্তাও বটে! টলিউডের যেকোনও আবেদনময়ী চরিত্রে পরিচালকদের পছন্দের তালিকার শীর্ষে সবসময় তিনিই থাকেন।আরও পড়ুন: CAB Protest: নাগরিকত্ব বিলের বিরোধিতায় অশান্তির চরম সীমায় অসম, পুলিশের গুলিতে মৃতের সংখ্যা বেড়ে ৫
Happiest birthday @swastika24 .
Your birthday deserves to be a national holiday, because you are a special, like a national treasure. pic.twitter.com/kkQitxLmI9
— Anindya Chatterjee (@andyact) December 13, 2019
Happiest birthday @swastika24...Cheers to more fun , madness & pouts 😘 pic.twitter.com/hZNLQgquCk
— P (@parnomittra) December 13, 2019
Happpyyyy birthday hottie @swastika24
— Mimssi (@mimichakraborty) December 13, 2019
Wishing a very happy birthday to my dearest Bhebli @swastika24! May your special day be as wonderful and extraordinary as you are. pic.twitter.com/hUvHXShQHY
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) December 13, 2019
Time to click new ones @swastika24 & lets repeat this laugh riots.Happy birthday Bhebli.keep giving us superlative performances.Tenu main ... 🥰😍 pic.twitter.com/HkQcOZw0Tp
— Abir Chatterjee (@itsmeabir) December 13, 2019
Happy birthday @swastika24 have a good one! Keep doing the great work!
— parambrata (@paramspeak) December 13, 2019
সত্রাজিৎ সেন এবং অর্জুন দত্তের পরিচালনায় দু'টি ছবিতেই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে সেই দু'টি ছবি। অর্জুন দত্তের ছবি 'গুলদাস্তা' মহিলা কেন্দ্রিক একটি ছবি। সেই ছবিতে স্বস্তিকার পাশাপাশি মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অর্পিতা চ্যাটার্জিকেও।