সৌমিত্র চট্টোপাধ্যায় (Picture Source: Social Media)

কলকাতা, ১৩ অক্টোবর: করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) শারীরিক অবস্থা বেশ সঙ্কটজনক। তাঁকে দেখতে বেলভিউ হাসপাতালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। শেষ বুলেটিন অনুযায়ী জানা গেছে, অভিনেতার অবস্থা এখন আরও সঙ্কটজনক। তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে। বাইপ্যাপ ভেন্টিলেশনে উন্নতি না হওয়ায় এই সিদ্ধান্ত, বলে জানা গেছে সংবাদমাধ্যম থেকে।

বেলভিউ হাসপাতালের তরফে সৌমিত্রবাবুর শরীরে কার্বন-ডাই অক্সাইডের মাত্রা বেড়েছে। অস্থিরতা এখনও আছে। মানসিক ভাবেও উত্তেজিত হয়ে পড়তে দেখা গেছে তাঁকে। ফলে উদ্বেগ এখনও কাটেনি। আগামীকাল ফের সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা পরীক্ষা হবে। আজ ইসিজি, ইকো, ব্লাড টেস্ট সহ বেশ কিছু পরীক্ষা করার কথা। আরও পড়ুন, ভারতীয় করোনার ভ্যাকসিন ২০২১-র গোড়াতেই, আশাবাদী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন

গতকাল এমআরআই রিপোর্ট ঠিক আছে বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। কাল জ্বরও কমেছিল সৌমিত্রবাবুর, অস্থিরভাব কিছুটা কম ছিল। অভিনেতার ফুসফুসের অবস্থায় সামান্য উন্নতি হয়েছিল। কিন্তু রাত বাড়তেই অসুস্থতা ফের চাগাড় দেয়। স্বাভাবিক নয় শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা, কমেনি স্নায়ুর সমস্যাও। আজ ফের জ্বর আসায় চিন্তায় চিকিৎসকেরা। উচ্চ পিএসএ কাউন্ট, ডায়াবিটিস-সহ নানা আনুষঙ্গিক রোগ রয়েছে তাঁর। ক্যান্সারও ছড়িয়ে পড়ছে শরীরে।