কলকাতা, ৫ সেপ্টেম্বর: আরজি করে (RG Kar) চিকিৎসক তরুণীকে ধর্ষণ এবং খুনের (Doctor Death) ঘটনায় উত্তাল গোটা রাজ্য। বুধবারও কলকাতা-সহ গোটা রাজ্য আলো নিভিয়ে প্রতিবাদ করে এই জঘন্য অপরাধের।
বুধ রাতে ঋতুপর্ণার সঙ্গে যা হয়েছে, তা একেবারেই সমর্থনযোগ্য নয়। ঋতুপর্ণার উপর হামলার প্রতিবাদ সামিল হন সুদীপ্তা চক্রবর্তী থেকে দেবলীনা দত্ত, জীতু কমলরা।
ঋতুপর্ণার অবস্থান পছন্দ না হতে পারে। তবে তাঁর গাড়ির কাঁচে ধাক্কা দেওয়ার যে ঘটনা, তা একেবারেই সমর্থনযোগ্য নয়। মন্তব্য সুদীপ্তা চক্রবর্তীর। দেখুন কী লিখলেন সুদীপ্তা...
এসব ঘটনায় অতি উৎসাহ দেখাবেন না বলে মন্তব্য করেন জীতু কমল...
রূপা গঙ্গোপাধ্যায়ও ঋতুপর্ণার গাড়িতে হামলার অভিযোগ সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেন।
শ্যামবাজারে প্রতিবাদীদের সঙ্গে সামিল হতে গেলে, বুধ রাতে ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখে 'গো ব্যাক' স্লোগান দিতে শুরু করেন বেশ কিছু মানুষ। যা নিয়ে প্রতিবাদ শুরু হয় সমাজের বিভিন্ন স্তরে।
দেখুন ঋতুপর্ণা শ্যাম বাজারে হাজির হলে কী হয়...