Nusrat Jahan (Photo Credit: Instagram)

কলকাতা, ৫ নভেম্বর: প্রকাশ্যে এল নুসরত জাহান (Nusrat Jahan) পুত্র ঈশানের (Yishaan) ছবি। যেখানে নুসরতের কোলে দেখা যায় ছোট্ট ঈশানকে। নুসরতের কোলে ঈশানের ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। মায়ের আঁচলে জড়িয়ে প্রকাশ্যে আসে ঈশানের ছবি।

দেখুন সেই ছবি...

নুসরত এবং ঈশানের পাশাপাশি যশ দাশগুপ্তকেও (Yash Dasgupta) দেখা যায় বেগুনি রঙের পোশাকে। কার্যত ৩ জনকেই একই রঙের পোশাকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নেটিজেনরা। দীপাবলি উপলক্ষ্য়েই নিজের পরিবারের সঙ্গে ছবি শেয়ার করেন নুসরত জাহান।

আরও পড়ুন:  Sara Ali Khan: মন্দিরে কেন? কেদারনাথে গিয়ে কড়া সমালোচনার মুখে সারা আলি খান

সম্প্রতি যশের সঙ্গে কাশ্মীরে উড়ে যান নুসরত জাহান। উপত্যকায় গিয়ে যশের সঙ্গে ছবিও শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে। যে ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। চিনে বাদামের শ্যুটিং করতে যশ কাশ্মীরে গেলে, তাঁর সঙ্গেই উড়ে যান নুসরত জাহান।