Jamai Sasthi 2022: শাশুড়ির হাতের পাখার বাতাস থেকে থালা ভর্তি খাবার, জামাই ষষ্ঠীতে মেতে উঠলেন টলিউড তারকারা
Jamai Sasthi (Photo Credit: Facebook)

জামাই ষষ্ঠীতে (Jamai  Sasthi) মেতে উঠলেন টলিউড (Tollywood) তারকারা। আম, জাম, কাঁঠালের সঙ্গে পাঁঠার মাংসের ঝোল কিংবা চিতল মাছের মুইঠ্যা, সবকিছু নিয়ে মেতে ওঠেন টলিউডের তারকা দম্পতিরা। দেবলীনা-গৌরব থেকে শুরু ইমন চক্রবর্তী কিংবা ত্বরিতা-সৌরভ, একের পর এক তারকা দম্পতি মেতে ওঠেন জামাই ষষ্ঠীতে। বলিউডেও এই জামাই ষষ্ঠীর রেশ চোখে পড়ে যখন দেবিনা এবং গুরমিত সেজেগুজে ছবি শেয়ার করেন। জামাই ষষ্ঠীতে গুরমিত চৌধুরীকে নিজের হাতে করে খাইয়ে দিতে দেখা যায় অভিনেতার শাশুড়ি মাকে। অন্যদিকে গৌরব চক্রবর্তীকে দেখা যায়, শাশুড়ি মায়ের কোলে বসে জামাই ষষ্ঠী উদযাপন করতে। সবকিছু মিলিয়ে জৈষ্ঠ্য মাসে আর পাঁচজন সাধারণ পরিবারের মত করেই জামাই আদরে মেতে ওঠেন টলিউড তারকাদের শ্বশুর, শাশুড়িরা।

আরও পড়ুন:  Salman Khan: সিধু খুনের পর সলমন খানকে হুমকি চিঠি, কড়া পদক্ষেপ মহারাষ্ট্র সরকারের

দেখুন জামাই ষষ্ঠীতে কী করলেন দেবলীনা-গৌরব...

সৌরভ-ত্বরিতার জামাই ষষ্ঠী...

দেখুন ইমন চক্রবর্তী, নীলাঞ্জন ঘোষের জামাই ষষ্ঠীর ঝলক...