Salman Khan: সিধু খুনের পর সলমন খানকে হুমকি চিঠি, কড়া পদক্ষেপ মহারাষ্ট্র সরকারের
Salman Khan (Photo Credit: ANI)

মুম্বই, ৬ জুন:  বাড়ানো হল সলমন খানের (Salman Khan) নিরাপত্তা। ৫ জুন সলমন খান এবং তার বাবা সেলিম খানকে হুমকি চিঠি পাঠানো হয়। সলমন খান এববং সেলিম খানকে হুমকি চিঠি পাঠানোর পর এবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরের তরফে বাড়ানো হল বলিউড ভাইজানের নিরাপত্তা ব্যবস্থা। প্রসঙ্গত পঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালা (Sidhu Moosewala) খুনের পর থেকে শোরগোল শুরু হয়। সিধু মুসওয়ালা খুনের পর কুক্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবার সলমন খানের উপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা জন্মাতে শুরু করে। যার জেরে সলমনের ব্যান্দ্রার (Bandra) বাড়ির চারপাশে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়।

 

সবে এসবের মাঝেই সলমন আবু ধাবিতে (Abu Dhabi) পাড়ি দেন আইফা অনুষ্ঠানে যোগ দিতে। যেখানে  সলমন খানের সঙ্গে সব সময় দেখা যাচ্ছে তাঁর ব্যক্তিগত দেহরক্ষী শেরাকে। সিধু মুসওয়ালা খুনের পর সলমন খানের পাশাপাশি বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিংয়ের নিরাপত্তাও বাড়ানো হয়।

আরও পড়ুন:  Norovirus in Kerala: নরোভাইরাসের হানাদারি কেরলে, আক্রান্ত ২ পড়ুয়া, এই ভাইরাসের উপসর্গ এবং প্রতিকার কী

তবে এসবের মাঝে হঠাৎ করেই ৫ জুন সলমন খান এবং সেলিম খানকে খুনের হুমকি চিঠি পাঠানো হয়। যা নিয়ে শোরগোল শুরু হলে, এবার বলিউড তারকার নিরাপত্তা আঁটসাট করল মহারাষ্ট্র পুলিশ (Maharashtra Police)।