রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই দলভারী করে চলেছে বিজেপি। তৃণমূল ছেড়ে দলে দলে পদ্ম শিবিরে যোগদানলেগেই রয়েছে। বাদ নেই টলিউডও। অভিনেতা রুদ্রনীল ঘোষের হাত ধরে সেই দলবদল শুরু হয়েছিল। প্রায় প্রতিদিনইটেলি তাকরা থেকে সিনেমার অভিনেতা অভিনেত্রী কেউ না কেউ বিজেপির পতাকা হাতে তুলে নিচ্ছেন। রাজনীতিতে আনকোরা এমন কেউ আসছেন পদ্মশিবিরে। এবার সেই তালিকায় প্রায় জুড়েই গিয়েছিল পরিচালক অরিন্দম শীলের (Arindam Sil) নাম। আনন্দ বাজার ডিজিটাল সূত্রের খবর, তিনি সাফ জানিয়েছেন, “না, কথাটা একেবারেই সত্যি নয়। বিজেপি-তে যোগদান করছি না। বিজেপি-র উপরমহল পর্যন্ত জানে, আমি বিজেপি-তে যাচ্ছি না। উপরমহলের নেতারা আমার এই সিদ্ধান্তের কথা জানেন। বিজেপি কেন, রাজনীতিতেই আমার আর কোনও উৎসাহ নেই।” আরও পড়ুন-Varavara Rao Released: শারীরিক অসুস্থতার জের, ৬ মাসের জন্য শর্ত সাপেক্ষে মুক্ত কবি ভারভারা রাও
হরিহরণ এবং বিক্রম ঘোষের এক মিউজিক ভিডিওর পরিচালনার কাজ নিয়ে ব্যস্ত অরিন্দমবাবু সিনেমা নিয়েই কাজ করতে চান। পাশাপাশি চলবে তাঁর সমাজ সেবার কাজ। তবে টলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে সতীর্থদের পথের অনুসারী হবেন অরিন্দম শীল। এদিন তাঁর জবাবে বাংলা ছবির পরিচালক বলেন, “পংক্তি ভরানোর দায় অনেকের আছে তো। তারাই এ সব বলে-লিখে পাতা ভরাচ্ছেন। আমার সঙ্গে এ সবের কোনও সম্পর্ক নেই।” সম্প্রতি কাকদ্বীপে অমিত শাহর সভায় পদ্মশিবিরে যোগ দেন একদা অভিষে বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তথা টলি অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। তার আগের দিন তৃণমূলের অভিনেত্রী সাংসদ নুরত জাহানের বিশেষ বন্ধু তথা অভিনেতা যশ দাশগুপ্ত বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন। দলবদলের ঢেউ পড়েছে টলি পাড়ায়।