Photo Source-Twitter

কলকাতা, ৩১ ডিসেম্বর: বছরের শেষে বড় চমক পরিচালক সৃজিত মুখার্জির। বাঙালির ফেলুদা নস্টালজিয়া ফিরে আসতে চলেছে আবার। তবে এবার বড় পর্দায় নয়। ওয়েব সিরিজে আসতে চলেছে ফেলুদা। পরিচালনায় রয়েছেন সৃজিত মুখার্জি(Srijit Mukherjee)। ডিজিটাল প্ল্যাটফর্ম আড্ডাটাইমসের তরফে ফেলু-ভক্তদের জন্য আসছে ফেলুদা সিরিজের ছিন্নমস্তার অভিশাপ। সম্ভবত যত কাণ্ড কাঠমাণ্ডুও ওয়েব সিরিজে দেখানো হবে। ওয়েব সিরিজের প্রযোজক নিশপাল সিং রানে এবং রাজীব মেহেরা। ৩১ ডিসেম্বর সকালে ট্যুইটারে এই পোস্টার রিলিজ করেন সৃজিত। সৃজিতের তৈরি 'ফেলুদা ফেরত' ওয়েব সিরিজটির নতুন ফেলুদার প্রথম ছবি আত্মপ্রকাশ পেল।আরও পড়ুন: Bank Holidays Of 2020: নতুন বছরে কবে কবে ছুটি থাকবে ব্যাঙ্ক

 এর আগে ফেলুদার সিরিজে টোটা রায়চৌধুরিকে দেখা গিয়েছিল। এবার স্বয়ং ফেলুদাই হলেন তিনি। তোপসের ভূমিকায় দেখা যাবে কল্পন মিত্রকে। ওয়েব সিরিজেই হাতেখড়ি হতে চলেছে কল্পনের। জটায়ুর চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। যিনি একেন বাবু নামেই পরিচিত। সৃজিতের ট্যুইটে বেশ কয়েকজন ট্যুইট করে জানিয়েছে, 'সন্তোষবাবুর পর এত পারফেক্ট জটায়ু আর কেউ আসেনি।'

ফেলুদা সিরিজ দিয়েই ওয়েব সিরিজে হাতেখড়ি করতে চলেছেন সৃজিত মুখার্জি।ফেলুদার চরিত্রে অনির্বাণ ভট্টাচার্যকে মোটামুটি পাকাপাকিভাবে কাস্টিং করে ফেলেছিলেন সৃজিত। এছাড়া যীশু সেনগুপ্তকেও কাস্টিং করার কথা ভাবা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে টোটাকেই চূড়ান্ত করলেন পরিচালক।