কলকাতা, ৩১ জানুয়ারি: নতুন করে ছবি শেয়ার করলেন দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy )। 'সাঁঝের বাতি' খ্যাত এই অভিনেত্রী খোলামেলাভাবেই নিজের ইনস্টাগ্রাম (Instagram)হ্যান্ডেলে ছবি শেয়ার করেন। যা দেখে তাঁর অনুরাগীদের চোখ কার্যত ছানাবড়া হয়ে যায়। তবে খোলামেলাভাবে ছবি শেয়ার করলেও, বড় আকারের টুপি দিয়ে নিজেকে আবৃত করেন দেবচন্দ্রিমা সিংহ রায়।
View this post on Instagram
দেবচন্দ্রিমা যখন নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি শেয়ার করেন, তখন তা কে তুলেছেন বলে প্রশ্ন করেন অভিনেতা রিজওয়ান রব্বানি শেখ। অর্থাৎ বোঝাই যাচ্ছে, পুল সাইডে দেবচন্দ্রিমার ওই ছবি তোলেন অভিনেত্রীর বিশেষ বন্ধু রিজওয়ান। বেশ কিছুদিন ধরেই রিজওয়ানের সঙ্গে দেবচন্দ্রিমার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। যদিও টেলি টাউনের এই জনপ্রিয় জুটি এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
এদিকে রাজ চক্রবর্তীর হাত ধরে দেবচন্দ্রিমার বিপরীতে এবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ধারাবাহিকে অভিনয় করবেন বলে শোনা যায়। তবে বাবুল সুপ্রিয় বা দেবচন্দ্রিমা এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। এমনকী, ধারাবাহিকের সবকিছু স্থির হলেও, শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস নেতা সেখান থেকে সরে দাঁড়ান বলে শোনা যায়।