টলি পাড়ার রাণীমা ও ত্রিনয়নী (Photo Credits: Facebook)

কলকাতা, ১০ জুন: খুলল জট, মিলল সমাধানসূত্র। সমস্ত জট কেটে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে শুটিং। এদিন মন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) অফিসে বৈঠক করেন আর্টিস্ট ফোরাম, প্রোডিউসারস গিল্ড, ইম্পা-সহ একাধিক সংগঠনের প্রতিনিধিরা। এরপরই শুটিং শুরুর বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। আরও পড়ুন: Subhashree Ganguly: 'প্রেগন্যান্সি মানে ৯ মাসই চিট ডে', ফ্রিজ থেকে চকলেট চুরি অন্ত:স্বত্ত্বা শুভশ্রী গাঙ্গুলির 

লকডাউনের জেরে দীর্ঘদিন শুটিং বন্ধ ছিল টলিপাড়ায়। ১০ জুন থেকে ফের শুটি শুরুর কথা হয়। আনলক-১ এর পর রীতিমতো বৈঠক করে জানানো হয় যে ফের ১০ তারিখ অর্থাৎ আজ বুধবার থেকে টলিপাড়ায় শুরু শুটিং। তবে প্রযোজক চিত্রনাট্যকারের দেওয়া এই প্রতিশ্রুতি রাখা সম্ভব হয়নি প্রাথমিকভাবে। কারণ মঙ্গলবার রাতে বৈঠকের পর ফোরাম (West Bengal Motion Pictures Artists Forum) জানিয়ে দেয় প্রত্যেক টেলি শিল্পীর বীমার কাগজ আগে ফোরামকে দিতে হবে। তারপর শুটিং শুরু। কেননা এই শুটিং করতে এসে কেউ যদি কোভিড-১৯ আক্রান্ত হন, তাহলে তাঁর বীমার টাকা নাও মিলতে পারে তখন কী হবে। একেবারে শেষ মুহূর্তে আর্টিস্ট ফোরামের এমন এক সিদ্ধান্তে অনিশ্চয়তার মুখে পড়ে যায় টলিপাড়ার প্রযোজনা সংস্থাগুলি।

অতএব আর সিরিয়ালের পুরোনো পর্ব কিংবা রিক্যাপ দেখতে হবে না। খুব শীঘ্রই টিভি পর্দায় আবার দেখা যাবে পছন্দের সিরিয়ালের নতুন পর্ব। কলাকুশলীদের মধ্যে উত্তেজনার পারদ আবার তুঙ্গে। ওয়াশেবল মাস্ক আর স্যানিটাইজার ফের বিনোদন দিতে তৈরি হচ্ছে টলিপাড়া।