কলকাতা, ১০ জুন: মাতৃত্বের স্বাদ ভরপুর উপভোগ করছেন শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী। ফ্রিজ থেকে পছন্দের চকলেট লুকিয়ে খেতে গিয়ে ক্যামেরাবন্দি শুভশ্রী। শুভশ্রী ক্যাপশনে লিখেছেন "প্রেগন্যান্সি মানে ৯ মাসই চিট ডে"। সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়ে গেছে ছবিগুলি। লকডাউনের জেরে এখন কাজের চাপ নেই। পছন্দের খাবার ছেড়ে স্লিম-ট্রিম থাকারও প্রয়োজন নেই এখন। তার উপর মা হতে চলেছেন তিনি। এখন তাই শুধুই পছন্দের চকলেট আইসক্রিম খেয়েই দিন কাটাচ্ছেন শুভশ্রী গাঙ্গুলি।
দ্বিতীয় বিবাহবার্ষিকীতে রাজ-শুভশ্রী খবরটি প্রকাশ্য়ে এসেছেন। এটাই ছিল তাদের সেরা উপহার। গত ১১ মে সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী জানিয়েছিলেন "আমরা প্রেগন্যান্ট"। এরপরই শুভেচ্ছা বার্তায় ভরে যায় সোশ্যাল মিডিয়া। এরপর মাঝেমধ্যেই দু'জনের ছবি প্রকাশ্যে এসেছে। এবার আরও একবার প্রকাশ্যে এল শুভশ্রীর বেবি বাম্পের ছবি। সাদা-কালো পোলকা ডটের পোশাকে প্রকাশ্যে এল ছবিগুলি। শুভশ্রীর নজরের আড়ালে আইসক্রিম-চকলেট চুরির ছবি তুলেছেন রাজ চক্রবর্তী।
View this post on Instagram