Salman Khan: বক্সঅফিসে অসফল টাইগার ৩, ওয়ার ২-তে বাদ সলমনের ক্যামিও!

পাঠান (Pathaan)-এর পর স্পাই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা ছিল টাইগার ৩ (Tiger 3)। কিন্তু ছবিটি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে। ফলে সেই কারণেই কি এবার এই ফ্র্যাঞ্চাইজির আগামী কয়েকটি ছবি থেকে আচমকাই বাদ দেওয়া হল সলমন খানের (Salman Khan) ক্যামিও? কানাঘুষো শোনা যাচ্ছে, ওয়ার ২ (War 2) এবং পাঠান ২ (Pathaan 2)-তে ক্যামিও দেখা যাবে না টাইগারের। যদিও এই নিয়ে প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে কিন্তু অন্য দাবি করা হচ্ছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সব সিনেমার জোর করে ক্যামিও ঢুকিয়ে লাভ নেই। কারণ তাতে ওই চরিত্রটির নিজস্ব সিনেমা নিয়ে দর্শকদের কাছে গুরুত্ব কমে যাবে। আর কোনও ক্যামিও রাখতে গেলে সিনেমাতে তাঁর গ্রহণযোগ্যতা থাকতে হবে। সেই কারণেই টাইগারের ক্যামিও অহেতুক দেখিয়ে লাভ হবে না বলে মনে করছেন আদিত্য চোপড়া।

প্রসঙ্গত, ওয়ার ২-এর শুটিং ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন অভিনেতা হৃত্বিক রোশন। অন্যদিকে জুনিয়র এনটিআর খুব শীঘ্রই টিমের সঙ্গে যোগ দেবেন বলে জানা গিয়েছে। এই ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী কিয়ারা আডবানী। ওয়ার ২ মুক্তি পেতে পারে ২০২৫-এ।