Salman Khan: ঝড়-বৃষ্টিতে টাইগার থ্রি-র সেট ভেঙে তছনছ, সলমন খানের সিনেমায় ক্ষতি ৮-৯ কোটি!
সলমন খান। (Photo Credits: Yogen Shah)

মুম্বই,৭ জুন: সময়টা ভাল যাচ্ছে না সলমন খানের। ঈদে করোনার কারণে দেশের কোনও সিনেমা হল বা মাল্টিপ্লেক্সে ভাইজানের 'রাধে'রিলিজ করা যায়নি। ওটিটিতে রিলিজ হওয়া রাধে একেবারেই পছন্দ হয়নি সমালোচকদের। ভাইজানের একনিষ্ঠ ভক্ত ছাড়া সিনে দর্শকরাও রাধে দেখে খুশি হননি। এর মাঝেই ঘটে গেল এককাণ্ড। সম্প্রতি মুম্বইয়ের ওপর দিয়ে গেল বড় ঘূর্ণিঝড় তকত। তকত-এর কারণে সলমন খানের আসন্ন সিনেমা টাইগার থ্রি-র সেটে বড় ক্ষতি হয়ে গেল। সল্লু ভাইয়ের সিনেমার সেট ভেঙেচুরে যায়। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় সেটের সব ভেঙে ফের নতুন করে তৈরি হবে সব কিছু। এই কারণে প্রযোজক সংস্থার ৮-৯ কোটি টাকার ক্ষতি হচ্ছে। সেইসব সেট আবার নতুন করে তৈরি করতে সময় লাগাবে। সেটগুলো পুরো ভাঙতে ১০০-১৫০ জন শ্রমিক কাজ করছেন। আরও পড়ুন: Free Vaccine For All: ১৮ বছরের ঊর্ধ্বদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে, বড় ঘোষণা নরেন্দ্র মোদির

টাইগার থ্রি-তে সলমনের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে-ই। তবে এবারের টাইগার ফ্র্যাঞ্চাইজিতে নতুন পরিচালক মনীশ শর্মা। এই ফ্র্যাঞ্চাইজিটির প্রথম সিনেমা 'এক থা টাইগার' পরিচালনা করেন কবির খান। দ্বিতীয় সিনেমা 'টাইগার জিন্দা হ্যায়' পরিচালনা করেছিলেনন আলি আব্বাস জাফর।

 

View this post on Instagram

 

A post shared by Kochi Times (@kochitimes)

সেট ভেঙে যাওয়ার ফলে শ্যুটিং শুরু করতে সময় লাগবে। এমনিতেই করোনার দ্বিতীয় ঢেউয়ের ফলে মহারাষ্ট্র জুড়ে লকডাউন চলছে। তার ওপর আবার বলিউডে কবে থেকে শ্যুটিং শুরু হবে তা ঠিক নেই। সব মিলিয়ে সল্লু ভাইজান চাপে। করোনার কঠিন সময়ে সলমন সবাইকে পজেটিভ থাকতে বলেছেন। সল্লু ভাইয়ের সাফ কথা, ভাল দিন আসবেই। তাঁর ভক্তরাও তাই চাইছেন। সব সেটব্যাক সরিয়ে ভাইজান আবার পর্দা কাঁপান। আরে বাবা টাইগার আভি জিন্দা হে।