Gautam Chikermane & KK

কলেজ বেলার বন্ধুর অকাল প্রয়াণে শোকস্তব্ধ  অবজার্ভার রিসাচ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট তথা কেকে-র বিশেষ বন্ধু প্রাক্তন ব্যান্ড সদস্য  গৌতম চিকারমানে ৯Gautam Chikermane) । তিনি এদিন সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, "আমাদের কলেজের ৬ জনের একটি ব্যান্ড ছিল। সেই ব্যান্ডের ড্রামার এবং প্রধান গায়ক ছিল কেকে। ও ছিল আমাদের ব্যান্ডের প্রাণশক্তি। দুঃসংবাদ পেয়ে প্রথমে বিশ্বাস করতে পারিনি। বার বার বিভিন্ন জায়গায় খবরটি যাচাই করছিলাম। শুধু ভাবছিলাম এখনই ভুল প্রমাণিত হব। তবে তেমনটা ঘটল না। সারারাত ঘুমোতে পারিনি। "

তিনি আরও জানান,  কলেজের সময়টাতে আমরা ক্লাস কম করতাম গানের চর্চা বেশি হত। প্রতিযোগিতা থেকে রক শো, কলেজের লনে বসে চায়ের কাপ হাতে আড্ডা। ক্লাসে না ঢুকে কলেেজে গিয়ে প্রথমেই আমরা গ্রিনরুমে চলে যেতাম। সেসব সুখের মুহূর্ত বড়ো নাড়া দিচ্ছে।  সবতো ৫৩ বছর, ওর তো যাওয়ার সময় হয়নি।