উত্তরের এই রাজ্য ভীষণ পছন্দের দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের; তবে এবার হাওয়া বদল নয় আসন্ন ছবি 'দরবার'-এর জন্য ভগবানের আশীর্বাদ প্রার্থনা করতে শৈলশহরে এলেন থালাইভা
Rajinikanth (Photo Credits: Facebook)

দেরাদুন, ১৫ অক্টোবর: জন্মসূত্রে তিনি দক্ষিণের মানুষ। কর্মক্ষেত্রে তিনি থালাইভা (Thalaiva)। তাঁর সিনেমা প্রেক্ষাগৃহে (Cinema Hall) এলে ছুটি ঘোষণা হয়ে যায় দক্ষিণের রাজ্যগুলিতে। ইতিহাস বলছে এমনটাই। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলতে চাইছি। তিনি দক্ষিণের সুপারস্টার শিবাজী রাও গায়কোয়াড। সবাই যাকে রজনীকান্ত (Rajinikanth) নামে চেনে। কিন্তু জানেন কি আদ্যোপান্ত দক্ষিণের মানুষটির পছন্দের বেড়াতে যাওয়ার অর্থাৎ হাওয়া বদলের (Outing) জায়গা উত্তরের একটি রাজ্য? সুযোগ পেলেই নাকি হাওয়া বদল করতে তিনি ছুটে যান উত্তরের হিমমাখা সেই শৈলরাজ্যে। কিন্তু এবার আর হাওয়া বদল নয়, নিজের আসন্ন ছবি 'দরবার'- (Darbar)-এর সাফল্যের জন্য ভগবানের আশীর্বাদ প্রার্থনা করতে আন্না পৌঁছে গিয়েছেন সেই রাজ্যে।

উত্তর দিকে চীনের তিব্বত অঞ্চল, পূর্বদিকে নেপালের মহাকালী অঞ্চল ও সুদূর-পশ্চিমাঞ্চল, দক্ষিণ দিকে ভারতের উত্তরপ্রদেশ এবং উত্তর-পশ্চিম দিকে অবস্থান করছে হিমাচল প্রদেশ- উত্তরের এই রাজ্যের নাম উত্তরাখণ্ড (Uttarakhand)। এই রাজ্যই বেড়াতে যাওয়ার জন্য পছন্দের জায়গার শীর্ষে রাখেন থালাইভা। এই রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য তাকে প্রতি বছর টেনে নিয়ে আসে এই পার্বত্য রাজ্যে। তিনি বলেন, এই পার্বত্য অঞ্চলেই নাকি অমোঘ শান্তি খুঁজে পান তিনি। জানা গিয়েছে, বছরের হিসেবে এখন মেয়ে ঐশ্বর্যকে নিয়ে হৃষীকেশে (Hrishikesh) রয়েছেন সুপারস্টার (Superstar)। গত রবিবার রাতেই তিনি পৌঁছেছেন উত্তরের এই রাজ্যে। উত্তরাখণ্ডের দয়ানন্দ আশ্রমে (Dayanand Ashram) উঠেছেন থালাইভা। সন্ধ্যায় 'গঙ্গা আরতি'ও দেখে এসেছেন। শুধু তাই নয়, নিজের গুরুর সমাধিতে গিয়েও প্রার্থনা করে এসেছেন দক্ষিণের এই অভিনেতা। আরও পড়ুন: Laxmi Puja 2019: তৃণমূল কংগ্রেসের অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী নিজের হাতেই সারলেন বাড়ির লক্ষ্মী পুজো

সাংবাদিকদের (Reporters) মুখোমুখি হয়ে সুপারস্টার এই প্রসঙ্গে জানিয়েছেন, আগামী বছরের ১৫ জানুয়ারী মুক্তি পেতে চলেছে তার আসন্ন ছবি 'দরবার।' যার জন্যই ভগবান এবং তাঁর গুরুর আশীর্বাদ নিতে এসেছেন তিনি। তিনি বলেন, "আমরা 'দরবার' ছবির শুটিং শেষ করেছি। আমি এখানে ছবির সাফল্যের জন্য প্রার্থনা করতে এসেছি।" উল্লেখ্য, গত বছর তাঁর ছবি রোবট 2.0 -এর সাফল্যের জন্যও প্রার্থনা করতে তিনি উত্তরাখণ্ডে এসেছিলেন।