খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থন পেলেও, পশ্চিম বাঙলায় নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে 'দ্য কেরালা স্টোরি'(The Kerala Story)-কে। তামিলনাড়ুর হল মালিকরাও সিনেমাটিকে প্রদর্শন না করার সিদ্ধান্ত নিয়েছেন।
মমতা প্রশাসন নিষেধাজ্ঞা ঘোষণা করার পরেই এই বিষয়ে মুম্বইয়ে সাংবাদিক সম্মেলন করলেন ছবির প্রযোজক বিপুল শাহ। বিপুল শাহ বললেন, " আমাদের কথা বাংলার সরকার না শুনলে, আমরা আইনি পদক্ষেপ নেবো। সিনেমাটিতে এমন কিছু নেই যার জন্য নিষেধাজ্ঞা জারি করতে হয়। সেন্সর বোর্ড ছাড়পত্র দিয়েছে। আদালতেও ছাড়পত্র পেয়েছে।"
দেখুন ভিডিয়ো
#WATCH | Reacting on his film #TheKeralaStory being banned in West Bengal, film's producer Vipul Shah says, "If that is what she has done, we will take legal action. Whatever is possible under the provisions of law, we will fight." https://t.co/FY3Qz8cljK pic.twitter.com/LeY23flUOg
— ANI (@ANI) May 8, 2023
মমতার যুক্তি বিবিসির মোদীকে নিয়ে করা তথ্যচিত্র যদি গুজরাটকে অপমান করার জন্য কেন্দ্র নিষেধাজ্ঞা করতে পারে, তাহলে কেন কেরালাকে অপমান করা দ্য কেরালা স্টোরিকে ব্যান করা হবে না।