গতকাল (২৪ অগস্ট) অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড(Tele Academy Award) প্রদান অনুষ্ঠান। প্রতিবারের মতো এবছর এই অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ২০১৪ সাল থেকে শুরু হয়ে এই অনুষ্ঠান এই বছর ১০ বছরে পদার্পন করল। এবার মোট ৪১টি ক্যাটেগরিতে ৬৬ জনকে সম্মান জানানো হয়।অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি এবছর এই অ্যাওয়ার্ড পান মমতা নিজেও। গুড্ডি ও জগদ্ধাত্রী সিরিয়ালের গান লেখা ও সুর দেওয়ার জন্য টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পান তিনি। তবে সেই অ্যাওয়ার্ড গ্রহণ করতে চাননি মুখ্যমন্ত্রী।হাসির ছলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড এর মঞ্চ থেকে এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে এবছর থেকে নিয়মিত পুরস্কারের পাশাপাশি আজীবন স্বীকৃতি এবং মরণোত্তর স্বীকৃতি দেওয়া হবে। অনুষ্ঠানের কিছু মুহুর্ত শেয়ার করে একটি ফেসবুক পোস্ট ও করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লেখেন-
'টেলিভিশন মানে সাধারণ মানুষের মনের দরজা। আজ টেলি অ্যাকাদেমি অ্যাওয়ার্ড, ২০২৩-এর বিশেষ অনুষ্ঠানে থাকতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। এইবার মোট ৪১টি ক্যাটাগরিতে ৬৬ জন শিল্পীকে সম্মানিত করা হয়েছে।
আমি আশাবাদী আমাদের সকল কলাকুশলীরা একদিন বিশ্ব জয় করবে। হিমচূড়ার উপর সোনালী সূর্যের আভার মত তাঁদের শিল্পীসত্তার আলোক ছটা ছড়িয়ে পড়বে সকলের মধ্যে। সকল শিল্পী, কলাকুশলীদের আমার আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা এবং শুভনন্দন। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজকের কিছু আলোকিত মুহূর্ত।'