Tiger Shroff. (Photo Credits: Twitter)

মুম্বই, ১২ ফেব্রুয়ারি: চলতি বছর ঈদের মুখেই রিলিজ করতে চলেছে টাইগার শ্রফ (Tiger Shroff)-তারা সুতারিয়া (Tara Sutaria)-র অ্যাকশন অ্যাডভেঞ্চার 'হিরোপান্তি টু' (Heropanti 2)। আগামী ২৯ এপ্রিল দেশজুড়ে রিলিজ করতে চলেছে টাইগার-তারার এই সিনেমা। ২০১৫ সালে হিরোপান্তি সিনেমার মাধ্যমেই বলিউডে পা রেখেছিলেন জ্যাকি শ্রফের ছেলে টাইগার। এবার সেই হিরোপান্তির দ্বিতীয় পার্ট রিলিজ করতে চলেছে।

একই দিনে, মানে চলতি বছর ২৯ এপ্রিল রিলিজ করছে অজয় দেবগণের 'রানওয়ে ৩৪'। ১৪ এপ্রিলেই আবার একই দিনে মেগা রিলিজ আমির খানের 'লাল সিং চাড্ডা' ও যশের 'কেজিএফ টু'-র। আরও পড়ুন:  'গেহরায়িয়া' মুক্তির পর দীপিকার সঙ্গে গাঢ় চুম্বনে ডুব দিলেন রণবীর সিং

দেখুন টুইট

করোনার কারণে বারবার রিলিজ ডেট পিছিয়েছে এই সিনেমার। ওটিটি রিলিজ না করে, সিনেমা হল খুলে পরিস্থিতি স্বাভাবিকের অপেক্ষা করছিলেন সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা-রা। হিরোপান্তির প্রথম ভাগে টাইগারের বিপরীতে নায়িকা হিসেবে ছিলেন কৃতি শ্যানন। এবার কৃতির বদলে টাইগারের বিপরীতে দেখা যাবে তারা সুতারিয়াকে।