Rahul Ramakrishna: ছোটবেলাতেই ধর্ষণের শিকার হয়েছিলেন দক্ষিণী অভিনেতা রাহুল রামাকৃষ্ণ!
রাহুল রামাকৃষ্ণ (Photo Credits: Facebook)

ছোটবেলাতেই ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি (Raped In Childhood)। এই ঘটনার যন্ত্রণা তাঁকে সারাজীবন তাড়া করে বেরাবে। তবে এই যন্ত্রণাই তাঁকে নিজেকে খুঁজে পেতে সাহায্য করেছে বলেও স্বীকার করলেন দক্ষিণী অভিনেতা রাহুল রামাকৃষ্ণ (South Actor-Comedian Rahul Ramakrishna)। যদিও নিজের ধর্ষকের নাম প্রকাশ্যে আনেননি অভিনেতা।

সাংবাদিকতা দিয়ে কেরিয়ার (Journalism Career) শুরু করলেও পরে অভিনয়ে জগতে পা রাখেন তিনি। সুপারহিট দক্ষিণী ছবি 'অর্জুন রেড্ডি'তে দেখা গিয়েছিল রাহুল রামাকৃষ্ণকে। এছাড়া 'চি লা সো', 'ভারত আনে নেনু', 'জয়াম্মু নিশ্চয়াম্মু রা', 'শীষমহল', 'গীত গোবিন্দম', 'মিঠাই'- এর মতো একাধিক ছবিতে (Cinema) অভিনয় করেছেন রাহুল। জনপ্রিয় এই অভিনেতার নিজের যন্ত্রণা সম্পর্কে স্বীকারোক্তি দিয়ে জানিয়েছেন ছোটবেলাতেই ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি। যা মুহূর্তেই ভাইরাল (Viral Tweet) হয়ে যায় নেট দুনিয়ায়। গত ২০ জানুয়ারি অভিনেতা নিজের টুইটার হ্যান্ডলে লেখেন, "আমি ছোটবেলায় ধর্ষণের শিকার হই। আমি জানিনা এটা ছাড়া আমি আর কি বলব? কারণ এই ঘটনা আমাকে নিজের সম্পর্কে জানতে শিখিয়েছে।" রাহুলের টুইটের পর একের পর এক ট্যুইটেও উত্তর আসতে শুরু করে- 'হ্যাঁ এই ঘটনা খুবই কষ্টদায়ক। কিন্তু আপনি এর শিকার নন। এমন ঘটনা আপনার সঙ্গে ঘটলে, আপনি একজন রক্তাক্ত যোদ্ধা (True Fighter)। কখনও হাল ছাড়বেন না।' আরও পড়ুন: Deepika Padukone At Davos: নিন্দুকের মুখে ছাই! দাভোসে Crystal Award WEF 2020 ছিনিয়ে নিলেন দীপিকা পাদুকোন

রাহুলের ট্যুইটের প্রেক্ষিতে আরও এক জনপ্রিয় দক্ষিণী অভিনেতা লেখেন, 'তোমার কষ্ট আমি কোনওদিন বুঝতে পারব না। তবে তুমি হলে সত্যিকারের একজন লড়াকু। অনেক ভালোবাসা (Love) তোমার জন্য।' আরও একজন নেটিজেন ট্যুইটে লেখেন, 'এই স্বীকারোক্তি যন্ত্রণা দেয়। কিন্তু তুমি যে এটা করতে পেরেছো, তার জন্য তোমাকে কুর্নিশ। এর ফলে অনেক সন্তান তাদের বাবা-মায়ের সঙ্গে অনেক খোলাখুলি কথা বলতে পারবে।'