
Photo Credit_Instagram
রক্ত মাংসের মানুষ নয় ওরা , তবু জনপ্রিয়তায় সুপারহিরোদের নাম সবসময় থাকে তালিকার শীর্ষে। জনপ্রিয় চরিত্র ব্যাটম্যান এর সাথে একসাথে উচ্চারিত হয় তাঁর বান্ধবী ও সহযোদ্ধা ব্যাটগার্লের নাম। এবার সেই ব্যাটগার্ল বারবারা জর্ডানের(Barbara gordon)ভূমিকায় অভিনয় করতে চলেছেন শ্বেতা ত্রিপাঠী শর্মা। নিজের ইন্সটাগ্রাম একাউন্টে সেই খবরই জানিয়েছেন তিনি।ব্যাটম্যান এক চক্রব্যুহ (Batman Ek Chakravyuh) নামক একটি অডিওসিরিজে শোনা যাবে শ্বেতার কন্ঠস্বর।স্পটিফাই নামক অডিও প্ল্যাটফর্মে আসতে চলেছে সেই অডিও সিরিজ।
View this post on Instagram