Credit: Instagram

সোমবার দেশজুড়ে ধুমধাম করে পালন করা হয় রঙের উৎসব হোলি। সোশ্যাল মিডিয়ায় দেশের ভিন্ন ভিন্ন প্রান্তের হোলি উৎসবের ছবি ধরা পড়ে। পাশাপাশি সেলিব্রিটিদেরও এই উৎসব পালনের ঝলকও ধরা পড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। বিগ বস ১৩ খ্যাত শেহনাজ গিল তার মা পারমিন্দর কৌর গিলের সঙ্গে হোলি পালন করেন। মায়ের সঙ্গে হোলি খেলার সময়ের কিছু সুন্দর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শেহনাজ।

ছবিতে সাদা পোশাক পরে দেখতে পাওয়া যায় শেহনাজ গিলকে। তিনি হালকা করে চুল বেঁধে রেখেছেন এবং কপালে লাল তিলক লাগিয়েছেন। ছবিতে মায়ের সঙ্গে রং খেলতে দেখা যায় শেহনাজ গিলকে। ছবির মধ্যে দিয়ে তাদের দুজনের আনন্দের ঝলক ধরা পড়ে। ছবির ক্যাপশনে শেহনাজ লিখেছেন, ‘হ্যাপি হোলি’। ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। কয়েক ঘণ্টার মধ্যে ছবিগুলো লক্ষাধিক লাইক পেয়েছে। শেহনাজ ভক্তরা তাদের ছবি খুব পছন্দ করেছে।