Sandhya Mukhopadhyay: লড়াই শেষ, প্রয়াত 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়
Sandhya Mukhopadhyay (Photo Credit: Facebook)

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি:  প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বেশ কয়েকদিন অসুস্থতার পর অবশেষে প্রয়াত হন গীতশ্রী। মঙ্গলবার সকাল থেকেই গীতশ্রীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। ফলে তাঁকে আজ ফের আইসিইউতে রেখে নজরদারি চালানো হয়।  তবে সব চেষ্টা ব্যাহত হয়। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

পদ্মশ্রী সম্মান ফেরতের পর পরই সন্ধ্যা মুখোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন বলে খবর। গত ২৬ জানুয়ারি থেকে গীতশ্রীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ২৭ জানুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে এসএসকেএমে ভর্তি করা হয় বর্ষীয়ান শিল্পীকে। এরপর জানা যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় করোনায় (COVID 19) আক্রান্ত।

আরও পড়ুন:  Lassa Fever: মহামারীতে হাজির লাসা জ্বর, ছড়াচ্ছে পশ্চিম আফ্রিকায়, ইউরোপে মৃত ৩, দেখুন উপসর্গ কী

কোভিডে (Corona) আক্রান্ত হওয়ার পর সন্ধ্যা মুখোপাধ্যায়কে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শহরের ওই বেসরকারি হাসপাতালেই চলছিল গীতশ্রীর চিকিৎসা। বেশ কয়েকদিন ধরে চিকিৎসার পর মঙ্গলবার প্রয়াত হন গীতশ্রী।