কলকাতা, ৩১মার্চ : করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)? বিশ্বজোড়া মহামারীর হাত থেকে রেহাই পেতে এবার করোনার টিকা নিলেন টলিউডের প্রথম সারির অভিনেতা। পাওয়া যাচ্ছে এমন খবর।
করোনার সঙ্গে লড়াই করতে সবাইকে ভ্যাকসিন নেওয়ার আবেদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনার (Corona) প্রথম দফার ডোজ নিয়ে নেন প্রধানমন্ত্রী নিজেও। নরেন্দ্র মোদীর (Narendra Modi) পাশাপাশি প্রধানমন্ত্রীর (PM) মা-ও করোনার ভ্যাকসিন। তবে মোদীর মা কোভ্যাকসিন না কোভিশিল্ড নিয়েছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন : Madhuri Dixit In Maldives : করোনার মধ্যেই মালদ্বীপে মাধুরী, ভাইরাল ছবি
View this post on Instagram
এদিকে করোনা ভ্যাকসিন নেওয়ার সপ্তাহ দুয়েকের মধ্যে ফের কোভিডে (COVID 19) আক্রান্ত হন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। যদিও ভ্যাকসিন নেওয়ার পর ফের নতুন করে করোনায় আক্রান্ত হলেও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করতে শোনা যায়নি পরেশ রাওয়ালকে।