মালদ্বীপে মাধুরী

মুম্বই, ৩১ মার্চ : মালদ্বীপে (Maldives) পৌঁছলেন মাধুরী দিক্ষীত। মালদ্বীপে পৌঁছে সেখান থেকে ছবি শেয়ার করেন বলিউডের 'ধক ধক গার্ল' (Madhuri Dixit)। নীল রঙের শর্টস পরে স্বর্গ থেকে ছবি শেয়ার করছেন বলে জানান অভিনেত্রী।

দেখুন...

 

 

View this post on Instagram

 

বর্তমানে একটি রিয়্যালিটি শোয়ের শ্যুটিং শুরু করেন মাধুরী দিক্ষীত। ওই রিয়্যালিটি শোয়ের শ্যুটিং চলাকালীন সেখানকার আরও একজন বিচারক কোভিডে আক্রান্ত হন। পাশাপাশি ওই শোয়ের প্রায় ১৮ জন সদস্যের শরীরেও থাবা বসায় করোনা (Corona)। ফলে ওই শোয়ের সেটে নির্বীজকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি করোনায় আক্রান্তরা প্রত্যেকে বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন বলেও জানা যায়। এসবের মধ্যে হঠাৎ করেই মালদ্বীপে পাড়ি দেন মাধুরী দিক্ষীত।

আরও পড়ুন : Ajaz Khan Arrested : গর্ভপাতের পর স্ত্রীর জন্যই ঘুমের ওষুধ রাখা ছিল, গ্রেপ্তারির পর দাবি আজাজের

কোভিডের (COVID 19) দ্বিতীয় দফায় বলিউডের(Bollywood) একের পর এক তারকা করোনায় আক্রান্ত হচ্ছেন। আমির খান থেকে পরেশ রাওয়াল, সতীশ কৌশিকরা একের পর এক কোভিডে আক্রান্ত হন। সতীশ কৌশিক করোনা থাবা থেকে মক্ত হলেও, তাঁর মেয়ে বংশিকা এখনও চিকিৎসাধীন। বংশিকার সুস্থতার জন্য যাতে সবাই প্রার্থনা করেন,সেই আবেদনও জানান সতীশ কৌশিক।