ট্রাভেল ব্লগিংয়ের জন্য অনেক ভারতীয় ইউটিউবারই (YouTuber) পাকিস্তান, চিন, আফগানিস্তান কিংবা উত্তর কোরিয়ার মতো বিতর্কিত দেশ ঘুরেছেন। সেই নিয়ে কখনই ভারতীয় গোয়েন্দা সংস্থা নাক গলায়নি। কিন্তু সম্প্রতি পহেলগাম হামলার পর থেকে পাকিস্তানে যাতায়াত নিয়ে বিধিনিষেধ জারি করে ভারত সরকার। এরমধ্যে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল। এরমধ্যেই এক ভারতীয় ট্রাভেল ভ্লগারের গতিবিধি নজরে আসে গোয়েন্দাদের। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) পাকিস্তান সফরের ভিডিয়োতে কিছু সন্দেহজনক ব্যক্তিদের অস্তিত্ব পাওয়া যায়, যাঁরা আইএসআই এজেন্ট হিসেবে পাকিস্তানে কাজ করেন। এরপরেই তাঁর ওপরে নজরদারি রাখতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। আদপে এই সুন্দরী জ্যোতি একজন পাকিস্তানি গুপ্তচর।

প্রেমে ফাঁদে পড়ে পাকিস্তানি এজেন্টদের সঙ্গে হাত মিলিয়েছিলেন জ্যোতি

সোশ্যাল মিডিয়ায় হট এন্ড সিজলিং রিলস বানানোর পাশাপাশি জ্যোতি ঘুরে বেরাতেন বিভিন্ন দেশে। সেখানকার বিভিন্ন দ্রষ্টব্যস্থান, খানাপিনা সহ বিভিন্ন জিনিসের ভিডিয়ো বানাতেন। তাঁর ইউটিউব চ্যানেলের নাম ট্রাভেল উইথ জো। এই কাজ করতে করতেই জ্যোতি ২০২৩ সালে প্রথম পাড়ি দেন পাকিস্তানে। সেখানেই পাক দূতাবাস কর্মী দানিস ওরফে এহসান উর রহিমের সঙ্গে প্রথম পরিচয়। তাঁর মাধ্যমে আলাপ হয় শাকির ওরফে রানা শাহবাজ এবং আলি এহসানের সঙ্গে প্রথম পরিচয় হয় তাঁর। এই শাকিরের সঙ্গে সম্পর্ক তৈরি হয় জ্যোতির। এমনকী সম্প্রতি বালি ট্রিপে জো-এর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন এই শাকির। এই পাকিস্তান যাত্রা থেকেই জনপ্রিয় ইউটিউবারের শুরু হয় গুপ্তচরবৃত্তি।

দেখুন ভিডিয়ো

 

View this post on Instagram

 

A post shared by Jyoti Malhotra (@travelwithjo1)

 

View this post on Instagram

 

A post shared by Jyoti Malhotra (@travelwithjo1)

গ্রেফতার জ্যোতি মালহোত্রা

সূত্রের খবর, এখনও পর্যন্ত তিনবার তিনি পাকিস্তান যাত্রা করেছেন। ভিডিয়োর মধ্যে পাকিস্তানে ঘোরাঘুরি এসবের ভিডিয়ো বানালেও তাঁর আসল কাজ ছিল ক্যামেরার ওপারে। পাকিস্তানে গিয়ে ভারতের গোপন তথ্য পাচার করত সে। এই তথ্য সামনে আসতে সম্প্রতি জ্যোতি ও তাঁর ৫ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, ভারতে থেকেও এনক্রিপটেড অ্যাপের মাধ্যমে পাক এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখ সে। ইতিমধ্যেই সেই সমস্ত গ্যাজেট ও বিভিন্ন নথিপত্র বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। হরিয়ানার বাসিন্দা জ্যোতি শত্রুপক্ষদের হাতে কোন কোনও গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের হাতে তুলে দিয়েছে, এমনকী পহেলগাম হামলার পেছনেও তাঁর পরোক্ষ কোনও যোগ ছিল কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।